নাটোর জেলার লালপুর থানার পুলিশ কর্তৃক ০২ জন মাদক সেবনকারী গ্রেফতার
২৮ জানুয়ারী, ২০২০
লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে এসআই এস, এম, জামাল উদ্দিন, এসআই মোঃ খাইরুজ্জামান, এসআই মোহাম্মদ ফজলুল হক, এসআই মোঃ মেসবাউল হক, এএসআই মোঃ শাহিনুর রহমান, এএসআই মোঃ নাজমুল হোসেন সহ সঙ্গীয় অফিসার ফোর্স মিলে লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান করাকালে ইং ২৭/০১/২০২০ খ্রিঃ ১৪.৫০ ঘটিকার সময় এসআই মোহাম্মদ ফজলুল হক লালপুর থানাধীন রামকৃষ্ণপুর গ্রামস্থ মোঃ ময়না (৩৫), পিতা- মৃত মকবুল মন্ডল এর বসতবাড়ীর পূর্বে গলির ভিতর হইতে ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন- ২.০০ (দুই) গ্রাম, মূল্য অনুমান-৪,০০০/- (চার হাজার) টাকা সহ আসামী ১. (8CF9C) মোঃ জিয়াউর রহমান (৩০), পিতা- মোঃ আব্দুস ছাত্তার মন্ডল স্থায়ী : গ্রাম- রামকৃষ্ণপুর (মন্ডলপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে হাতে নাতে গ্রেফতার করেন এবং একই তারিখ ১৮.৫০ ঘটিকার সময় লালপুর থানাধীন মোহরকয়া গ্রামস্থ কয়লার ডর হইতে মোহরকয়া বাজার গামী পাকা রাস্তার উত্তর পাশ্র্বে জনৈক মোঃ রফিক (৬০), পিতা- মোঃ সেকেন্দার এর বাড়ীর অনুমান ৩০ গজ দক্ষিনে কাঁচা রাস্তার উপর হইতে অবৈধ মাদক দ্রব্য হেরোইন সেবনরত অবস্থায় আসামী ১. (8CF6N) মোঃ রাজিব আলম মধু (৪০), পিতা- মোঃ আনোয়ার হোসেন স্থায়ী : গ্রাম- বালিতিতা (রামকৃষ্ণপুর) , উপজেলা/থানা- লালপুর, নাটোরকে হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় ০২ টি পৃথক পৃথক মামলা রুজু করা হয়।