নাটোর জেলার লালপুর থানার পুলিশ কর্তৃক ০৭ জন জুয়ারী গ্রেফতার

১৯ জানুয়ারী, ২০২০

লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে এসআই এস,এম, জামাল উদ্দিন, এসআই মোঃ সেলিম হোসেন, এসআই মোহাম্মদ ফজলুল হক সহ লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা কালে এসআই (নিঃ) এস, এম, জামাল উদ্দিন, বিপি- ৮৩১৩১৫৪১৮০ () মোবাইল : 01721-702578;  ইং ১৮/১/২০২০ তারিখ রাত্রী ২৩.৪০ ঘটিকার সময় লালপুর থানাধীন চকনাজিরপুর গ্রামস্থ জনৈক মোঃ আমিন, পিতা-মৃত ময়েন উদ্দিন এর পশ্চিমপাশের উত্তর দুয়ারী টিনসেড দালান ঘরের মেঝেতে প্লাস্টিকের চটের উপর হইতে আসামী ১. (88VMK) মোঃ আমিন (৪৫), পিতা- মৃত ময়েন উদ্দিন স্থায়ী : গ্রাম- চক নাজিরপুর, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ২. (88VML) মোঃ শাহজাহান সরকার (৬০), পিতা- মৃত আঃ সালাম স্থায়ী : গ্রাম- চক নাজিরপুর, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ৩. (88VMF) মোঃ শাহাদত হোসেন সাধু (৩৫), পিতা- মৃত আঃ সালাম স্থায়ী : গ্রাম- চক নাজিরপুর, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ৪. (88VMM) মোঃ রুবেল আলী (৩০), পিতা- মোঃ নবির মৃধা স্থায়ী : গ্রাম- চক নাজিরপুর, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ৫. (88VMN) মোঃ ফজলুল হক (৪৫), পিতা- মৃত আজের আলী সরকার স্থায়ী : গ্রাম- চক নাজিরপুর, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ৬. (88VMU) মোঃ একরাম আলী (৩২), পিতা- মোঃ আকবর আলী স্থায়ী : গ্রাম- দিয়াড়পাড়া (পোষ্ট- ওয়ালিয়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ৭. (88VMV) মোঃ শামীম সরোয়ার (৩৮), পিতা- মোঃ নাদের সরকার স্থায়ী : গ্রাম- দিয়ারপাড়া (পোষ্ট- ওয়ালিয়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ কে জুয়া খেলারত অবস্থায় হাতে নাতে গ্রেফতার করেন এবং সেখান থেকে ১। জুয়া খেলার ব্যবহৃত দুইসেট প্লেয়িং DON কার্ড, ২। জুয়া খেলার নগদ ২,৫৬০/- টাকা, ৩। একটি বড় প্লাস্টিকের চটের বস্তা উদ্ধার করে থানায় নিয়ে আসেন। থানায় হাজির হয়ে এসআই এস, এম, জামাল উদ্দিন বাদী হয়ে একটি মামলা রুজু করেন।







সর্বশেষ সংবাদ