নাটোর জেলার লালপুর থানার পুলিশ কর্তৃক ০৫ জন মাদক ব্যবসায়ী ও ১জন মাদক সেবনকারী গ্রেফতার

১৮ জানুয়ারী, ২০২০

লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে এসআই মোঃ সেলিম হোসেন, এসআই মোহাঃ ফজলুল হক, এসআই মোঃ আজিজুল হক, এসআই মোঃ খাইরুজ্জামান সহ আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব মোঃ আকবর আলী, এসআই মোঃ রফিকুল ইসলাম সহ ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই মোঃ সাজ্জাদুল ইসলাম মিলে লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান ও গ্রেফতারী পরোয়ান তামিল ডিউটি করা কালে এসআই মোহাম্মদ ফজলুল হক লালপুর থানাধীন গৌরিপুর পূর্বপাড়া গ্রামস্থ জনৈক আফজালের আঁখ ক্ষেতের পূর্বদিকে পালিদেহা টু চামটিয়া গামী পাকা রাস্তায় ব্রীজের উপর হইতে আসামী ১. (88NE9) মোঃ রাসেল (৩২), পিতা- মোঃ আরাম মালিথা স্থায়ী : গ্রাম- নুরুল্লাপুর, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ২. (88NE4) মোঃ শুকুর মালিথা (৪০), পিতা- মোঃ করম মালিথা স্থায়ী : গ্রাম- নুরুল্লাপুর, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে ১০ (দশ) বোতল ফেন্সিডিল সহ হাতে নাতে গ্রেফতার করেন, ইং ১৭/০১/২০২০ তারিখ ১৯.১৫ ঘটিকার সময় এসআই মোঃ রফিকুল ইসলাম লালপুর থানাধীন পশ্চিম গোসাইপুর গ্রামস্থ জনৈক মোঃ ইসরাইল (২৭), পিতা- মোঃ আঃ আজিজ এর ‍মুদি দোকানের পশ্চিম-দক্ষিন পাশ্র্বে আব্দুলপুর কলেজ গামী পাকা রাস্তার উপর হইতে আসামী ১. (88ND9) মোঃ শফিকুল ইসলাম ওরফে শফি (২৭), পিতা- মৃত মোংলা শেখ স্থায়ী : গ্রাম- নওপাড়া (ইদিলপুর) , উপজেলা/থানা- গুরুদাসপুর, নাটোর, বাংলাদেশকে অবৈধ ভাবে মাদক দ্রব্য শুকানা গাঁজা সেবন করা অবস্থায় হাতে নাতে গ্রেফতার করেন এবং একই তারিখ এসআই মোঃ সেলিম হোসেন ১৮.৫০ ঘটিকার সময় লালপুর থানাধীন ডাঙ্গপাড়া আমজের মোড় নামক স্থানে জনৈক মোঃ ইব্রাহিম (৬০), পিতা- মৃত ফরমান প্রামানিক, সাং- ডাঙ্গাপাড়া এর ঔষুধ এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ১. (88NDN) মোঃ সাদ্দাম হোসেন (২৫), পিতা- মৃত আজব আলী স্থায়ী : গ্রাম- ধানাইদহ (পশ্চিমপাড়া) , উপজেলা/থানা- বড়াইগ্রাম, নাটোর, বাংলাদেশকে ১০ (দশ) পিচ ইয়াবা সহ হাতে নাতে গ্রেফতার করেন, এসআই মোঃ সাজ্জাদুল ইসলাম লালপুর থানাধীন ওয়ালিয়া গ্রামস্থ জনৈক মোঃ আঃ হাকিম (সাবেক চেয়ারম্যান) এর “স” মিলের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১. (88N8P) মোঃ রিপন সরদার (২৪), পিতা- মোঃ আলাল সরদার, মাতা- মোছাঃ রিমা বেগম স্থায়ী : গ্রাম- ওয়ালিয়া (মধ্যপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে ২০ (বিশ) পুড়িয়া শুকনা গাঁজা, ওজন- ২০ (বিশ) গ্রাম শুকনা গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার করেন এবং পুলিশ পরিদর্শক মোঃ আকবর আলী লালপুর থানাধীন আব্দুলপুর সাকিনস্থ কদমতলা বাজারে মেরিউড ফার্মেসীর সামনে হইতে ১৪ (চৌদ্দ) পিচ ইয়াবা সহ আসামী ১. (88N4X) মোঃ মিলন হোসেন ওরফে রাজন (২৯), পিতা- মোঃ বুলবুল হোসেন স্থায়ী : গ্রাম- আব্দুলপুর (কান্দিপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় পৃথক পৃথক ০৫টি মামলা রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ