নাটোর জেলার লালপুর থানা পুলিশ কর্তৃক ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

৩০ ডিসেম্বর, ২০১৯

লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাঃ মোনোয়ারুজ্জান এর নিদেশক্রমে এসআই এস, এম, জামাল উদ্দিন, এসআই মোঃ খাইরুজ্জামান, এসআই মোঃ সেলিম রেজা লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসআই এস, এম, জামাল উদ্দিন ইং ২৯/১২/১৯ তারিখ ১৭.৩৫ ঘটিকার সময় লালপুর থানাধীন গোপালপুর পৌরসভাস্থ গোপালপুর বাজারের মা ক্লিনিকের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১. (837HT) মোঃ শাহজাহান আলী মালিথা (৪২), পিতা- মৃত আজের মালিথা স্থায়ী : গ্রাম- পানসি পাড়া, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশ ২. (837E9) মোঃ রায়হান আলী (৩৩), পিতা- মৃত হাসেম আলী প্রামানিক স্থায়ী : গ্রাম- নওয়াপাড়া (নওপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে অবৈধ মাদক দ্রব্য চোলাইমদ সেবনরত অবস্থায় হাতে নাতে গ্রেফতার করেন একই তারিখ এসআই মোঃ সেলিম হোসেন লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদী বাগানপাড়া গ্রামস্থ জনৈক মোঃ জালাল উদ্দিন (৪৫), পিতা- মৃত মোসলেম মন্ডল এর বসত বাড়ীর দক্ষিনে লালপুর টু ঈশ্বরদী গামী পাকা রস্তার উপর হইতে আসামী ১. (837VM) মোঃ এজাজুল হোসেন (২৭), পিতা- মোঃ হাশেম আলী স্থায়ী : গ্রাম- নবীনগর, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে ২০ (বিশ) পুড়িয়া শুকনা গাঁজা, ওজন- ২০ (বিশ) গ্রাম সহ হাতে নাতে গ্রেফতার করেন। উপ-পুলিশ পরিদর্শক, মোঃ খাইরুজ্জামান, বি.পি.নং ৮৭১৪১৬৯৮৪৮, () মোবাইল : ০১৭২৩-৩৫৩৬০৬; লালপুর থানা, নাটোর একই তারিখ ২২.১৫ ঘটিকার সময় লালপুর থানাধীন মাঝগ্রাম রেলস্টেশন হইতে অনুমান ২০ (বিশ) ফুট পশ্চিমে জনৈক ধলার আখচাষের জমির পূর্ব কর্নারে ইলেকট্রিক খুঁটির পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১. (837QS) মোঃ আরিফ (২৫), পিতা- মোঃ সান্টু প্রাং স্থায়ী : গ্রাম- মাঝগ্রাম (দক্ষিণপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রেন্ত লালপুর থানায় ০৩টি পৃথক পৃথক মামলা দায়ের করা হয়।







সর্বশেষ সংবাদ