নাটোর জেলার লালপুর থানা পুলিশ কর্তৃক ০২ জন মাদক ব্যবসায়ী ও ০২ মাদক সেবনকারী গ্রেফতার

২৮ নভেম্বর, ২০১৯

লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আকবর আলী, আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্র, এসআই মোঃ রফিকুল ইসলাম, এসআই মোঃ সেলিম হোসেন, এসআই মোঃ মেসবাউল হক, এএসআই মোঃ নাজমুল হোসেন, এএসআই মোঃ মুক্তার হোসেন, এএসআই মোঃ শহিদুল ইসলাম, এএসআই মোঃ আকবর আলী লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী ও W/A অভিযান ডিউটি করা কালে পুলিশ পরিদর্শক মোঃ আকবর আলী ইং ২৭/১১/২০১৯ তারিখ ১৯.১৫ ঘটিকার সময় লালপুর থানাধীন বড়বড়িয়া সাকিনস্থ লালপুর থানা হইতে আব্দুলপুর রেলস্টেশন গামী রাস্তায়, বড়বড়িয়া জামে মসজিদ এর সামনে পাকা রাস্তার উপর হইতে ২৫ (পঁচিশ) বোতল ফেন্সিডিল সহ আসামী ১. (84Y8B) মোঃ আরশেদ আলী (৪২), পিতা- মোঃ আবুল হোসেন, মাতা- মৃত আনোয়ারা বেগম অন্যান্য : এনআইডি নং- ৬৯১০৯৩৮৬৫৮৬২৬; স্থায়ী : গ্রাম- মিস্ত্রীপাড়া (মিশ্রিপাড়া) , উপজেলা/থানা- বাগাতিপাড়া, নাটোর, বাংলাদেশকে হাতে নাতে গ্রেফতার করেন , একাই তারিখ এসআই মোঃ রফিকুল ইসলাম লালপুর থানাধীন বড়বড়িয়া সাকিনস্থ লালপুর থানা হইতে আব্দুলপুর রেলস্টেশন গামী রাস্তায় বড়বড়িয়া জামে মসজিদ এর সামনে পাকা রাস্তার উপর হইতে ৭০ ( সত্তোর) পিচ ইয়াবা সহ আাসামী ১. (84Y8T) মোঃ জেবানুল ইসলাম (২৫), পিতা- মোঃ জালাম মন্ডল স্থায়ী : গ্রাম- বাটিকামারি, উপজেলা/থানা- বাগাতিপাড়া, নাটোর, বাংলাদেশকে হাতে নাতে গ্রেফতার করেন, একই তারিখ ১৮.৪৫ ঘটিকার সময় এসআই মোঃ সেলিম হোসেন  লালপুর থানাধীন পাটিকাবাড়ী গ্রামস্থ ধৃত আসামী মোঃ রমজান আলী ওরফে রনজিত এর বসত বাড়ীর উত্তর দুয়ারী শয়ন ঘরের মধ্যে হইতে আসামী ১. (84Y8S) মোঃ রমজান আলী ওরফে রনজিত (৫০), পিতা- মৃত ছোয়াহার স্থায়ী : গ্রাম- পাটিকাবাড়ি, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে গাঁজা সেবন রত অবস্থায় গ্রেফতার করেন এবং একই তারিখ ২০.৩০ ঘটিকার সময় এসআই মোঃ মেসবাউল হক লালপুর থানাধীন বুধিরামপুর গ্রামস্থ মোঃ এজাজুল (৩৪), পিতা- মোঃ সোবহান মোল্লা, সাং- দক্ষিন লালপুর এর নির্মানাধীন বিল্ডিং এর ভিতর উত্তর পাশের ঘরে পাশ হইতে ফেন্সিডিল সেবন করা অবস্থায় গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় ০৪ টি ভিন্ন ভিন্ন মামলা রুজু করা হয়।







সর্বশেষ সংবাদ