নাটোর জেলার লালপুর থানার পুলিশ কর্তৃক ০২ জন আধুনিক মাদক ব্যবসায়ী গ্রেফতার

২১ নভেম্বর, ২০১৯

নাটোর জেলার লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজা এর নির্দেশক্রমে এসআই (নিরস্ত্র) মোঃ রফিকুল ইসলাম, এসআই (নিরস্ত্র) মোঃ সেলিম হোসেন, এএসআই মোঃ শহিদুল ইসলাম, এএসআই মোঃ নাজমুল হোসেন ইং ২০/১১/২০১৯ খ্রিঃ লালপুর থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে এসআই (নিরস্ত্র) মোঃ রফিকুল ইসলাম  লালপুর থানাধীন চংধুপইল ইউনিয়নের ধনঞ্জয়পাড়া মৌজাস্থ নিমতলা রেলওয়ে বাজারের পশ্চিম পার্শ্বে জনৈক মোঃ মিন্টু, পিতা- মোঃ আব্দুল মজিদ এর ফার্মেসী দোকানের সামনে আব্দুলপুর কলেজ গামী পাকা রাস্তার উপর হইতে ১৫ (পনের) পিচ গোলাপী রংয়ের ইয়াবা সহ আসামী ১. (8482K) মোঃ রাজন আলী (২৫), পিতা- মোঃ মাজেদ আলী স্থায়ী : গ্রাম- গোসাইনপুর (গোসাইপুর পশ্চিমপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোরকে হাতে নাতে গ্রেফতার করেন। এই সংক্রান্তে এসআই (নিরস্ত্র) মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। যাহা লালপুর থানার মামলা নং-৩৪/৪০৩, তারিখ- ২০/১১/১৯ইং, ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬ (১) এর সারনীর ১০ (ক) এবং একই তারিখ এসআই (নিরস্ত্র) মোঃ সেলিম হোসেন বিশেষ অভিযান পরিচালনা করে লালপুর থানাধীন উত্তর লালপুর গ্রামস্থ লালপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে লালপুর টু গোপালপুর গামী পাকা রাস্তার উপর হইতে ৪০ (চল্লিশ) পিচ গোলাপী রংয়ের অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আসামী ১. (848RN) মোঃ রুমন ইসলাম (৩০), পিতা- মৃত জফের শেখ স্থায়ী : গ্রাম- উত্তর লালপুর (মন্ডলপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোরকে গ্রেফতার করেন। তিনি বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা দায়ের করেন। যাহা লালপুর থানার মামলা নং-৩৬/৪০৫, তারিখ- ২১/১১/২০১৯খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬ (১) এর সারনীর ১০ (ক)।







সর্বশেষ সংবাদ