আক্কেলপুর থানা পুলিশ কর্তৃক ৬৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ০২(দুই) জন গ্রেপ্তার।

০৮ নভেম্বর, ২০১৯

আক্কেলপুর থানা পুলিশ কর্তৃক আক্কেলপুর থানা এলাকায় মাদক বিরোধীন অভিযান পরিচালনা করিয়া গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোঃ আবু ওবায়েদ আক্কেলপুর থানা, জয়পুরহাট এর নেতৃত্বে এসআই/মোঃ আব্দুল আলীম সঙ্গীয় এএসআই/মোঃ আবুল কালাম, এসআই/মোঃ আব্দুল হাসিব সহ আক্কেলপুর পৌরসভার অন্তর্গত আক্কেলপুর মজিবুর রহমান ডিগ্রী কলেজ এর ২নং গেট সংলগ্ন জনৈক মোঃ আহসান হাবিব এর ইলেক্ট্রোনিক্স দোকানের সামনে হইতে একটি ডায়াং ৮০ সিসি মটরসাইকেলে দুইজন ব্যক্তি ১। মোঃ শামীম হোসেন বাবু(২৬), পিতা-মৃত আব্দুল জব্বার, সাং-পাড়ইল, ২। মোঃ বাবু(৩৮), পিতা-আব্দুল মজিদ, সর্ব সাং-ছোট মানিক, উভয় থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাটদ্বয়ের ব্যবহৃত একটি ডায়াং ৮০ সিসি মটরসাইকেলে যোগে চালক শামীম হোসেন বাবু পিছনে বসা আসামী বাবু এর কোচের মাঝ খান হইতে একটি বাজার করা কালো রংয়ের কাপরের ব্যাগের মধ্যে রক্ষিত ৫০ বোতল বাংলাদেশে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল এবং আসামী শামীম হোসেন ও বাবু এর স্বীকারোক্তী মতে ব্যবহৃত মটরসাইকেলের তেলের ট্রাকিং ও ব্যাটারী রাখার স্থান হইতে অভিনব কায়দায় বিশেষ ভাবে রক্ষিত ১৮ বোতল বাংলাদেশে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল জন সম্মুখে উদ্ধার করা হয়।







সর্বশেষ সংবাদ