Posted Date
: 16 May 2024
Posted By
: Thana
জয়পুরহাট পাঁচবিবিতে FAIRDYL সহ একজন মাদক ব্যবসায়ী আটক
১৬ মে, ২০২৪
জয়পুরহাট জেলায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালীন পাঁচবিবি থানার এসআই(নি:)/ফারহান কাজী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কয়া গ্রামস্থ কয়া জামে মসজিদের উত্তর পার্শ্বে জনৈক মৃত আয়েজ উদ্দিন এর বসত বাড়ীর সামনে ভুইডোবা গামী কাচা রাস্তার উপর হতে ১২/০৫/২০২৪ খ্রিঃ তারিখ ১৬ বোতল FAIRDYL উদ্ধার পূর্বক আসামী ১. মোঃ রবিউল ইসলাম(২৫), পিতা-মোঃ শুকুর আলী,স্থায়ী: গ্রাম- কয়া (পূর্ব কয়া ), থানা- পাঁচবিবি, জেলা -জয়পুরহাটকে গ্রেফতার করেন।
সর্বশেষ সংবাদ