Posted Date
: 06 Apr 2024
Posted By
: Thana
জয়পুরহাট পাঁচবিবিতে এ্যম্পল সহ একজন মাদক ব্যবসায়ী আটক
০৬ এপ্রিল, ২০২৪
জয়পুরহাট জেলায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালীন পাঁচবিবি থানার এসআই(নি:)/মোঃ রবিউল আওয়াল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বেড়াখাই হঠাৎপাড়া গ্রামস্থ জনৈক মোঃ সাজেদুল ইসলাম এর বসত বাড়ীর খলিয়ানের সামনে বেড়াখাই টু শালাইপুরগামী পাঁকা রাস্তার উপর হতে ০৫/০৪/২০২৪ খ্রিঃ তারিখ ১। ৩০০ পিচ Buprenorphine Injection I.P. (এ্যাম্পল) উদ্ধার পূর্বক আসামী ১। মোছাঃ ফাতেমা বেগম (৪৯), স্বামী-মো: খোকা মিয়া সরদার, স্থায়ী ঠিকানাঃ- গ্রাম- ফাপোড়, ২নং ওয়ার্ড, ইউপি-ফাঁপোড় , উপজেলা/থানা-বগুড়া সদর, জেলা -বগুড়া, বর্তমান ঠিকানাঃ-গ্রাম- মালগ্রাম (নামাপাড়া) ( জনৈক মোঃ দুলাল শেখ এর বাড়ীর ভাড়াটিয়া) , উপজেলা/থানা-বগুড়া সদর, জেলা -বগুড়াকে গ্রেফতার করেন।
সর্বশেষ সংবাদ