Posted Date
: 08 Nov 2023
Posted By
: Thana
জয়পুরহাট পাঁচবিবিতে FAIRDYL সহ একজন মাদক ব্যবসায়ী আটক
০৮ নভেম্বর, ২০২৩
জয়পুরহাট জেলায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালীন পাঁচবিবি থানার এসআই(নি:)/মোঃ সাজ্জাদ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রতনপুর বাজারস্থ রতনপুর উচ্চ বিদ্যালয়ের সামনে পূর্ব দিকে পাঁকা রাস্তার উপর হতে ০৭/১১/২০২৩ খ্রিঃ তারিখ ১। ৫২ বোতল FAIRDYL উদ্ধার পূর্বক আসামী ১. মোঃ হাফিজুল ইসলাম @ বাংলা ভাই (৫১), পিতা-মোঃ আজিম মন্ডল ,স্থায়ী: গ্রাম- রায়পুর (মিরুপাড়া), উপজেলা /থানা- পাঁচবিবি, জেলা -জয়পুরহাটকে গ্রেফতার করেন।
সর্বশেষ সংবাদ