জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আক্কেলপুর থানা পুলিশ কর্তৃক যৌথ অভিযানে আন্তঃ জেলা ট্রান্সফর্মার চোরচক্রের ০৫ জন সক্রিয় সদস্য গ্রেফতার
০৮ অক্টোবর, ২০২২
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আক্কেলপুর থানা পুলিশ কর্তৃক যৌথ অভিযানে ট্রান্সফর্মার চোরচক্রের ০৫ জন সক্রিয় সদস্য বিদ্যুৎ এর বিভিন্ন সরঞ্জামাদি, ট্রান্সফর্মার তামার তার ও বিদ্যুৎ এর সিলভারের তার উদ্ধারসহ গ্রেফতার। গত ০২/১০/২০২২ খ্রিঃ তারিখ রাত্রী অনুমান ১১.০০ ঘটিকা হতে ০৩/১০/২০২২ তারিখ ভোর অনুমান ০৫.০০ ঘটিকার মধ্যে যে কোন সময় আক্কেলপুর থানাধীন তিলকপুর ইউনিয়নের অন্তর্গত মারমা মৌজাস্থ মারমা পশ্চিম মাঠ এবং উক্ত মাঠ সংলগ্ন ঘোলকুড়ি মাঠ হতে জনৈক আল-আমিন, এজিএম (ওএন্ডএম), থানা-আক্কেলপুর, জেলা-জয়পুরহাট এর ট্রান্সফর্মারের তামার তার, বৈদ্যুতিক সিলভারের তার, বৈদ্যুতিক সরঞ্জামাদি চুরি হয়। আক্কেলপুর থানায় অভিযোগপ্রাপ্ত হয়ে আক্কেলপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা, জয়পুরহাট (ডিবি) পৃথক পৃথক অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জয়পুরহাট আক্কেলপুর থানা এলাকা হতে ১। মোঃ নুরনবী প্রাং(৬২), পিতা-মৃত মজগর আলী, ২। মোঃ নুর আলম(২৮), পিতা-মোঃ নুরনবী, উভয় সাং ভাটকুড়ি, থানা-আক্কেলপুর, জেলা-জয়পুরহাটদ্বয়কে এবং বগুড়া জেলার বিভিন্ন থানা এলাকা হতে ৩। মোঃ রাব্বি শেখ@মুছা (২০), পিতা-মৃত আব্দুল খালেক, সাং-সোনাপদ্মা, থানা-বেড়া, জেলা-পাবনা, বর্তমান ঠিকানা-জনৈক মোঃ শামীম, পিতা-আহসান, সাং-বৃন্দাবন মধ্যপাড়া, থানা ও জেলা-বগুড়া এর বাসার ভাড়াটিয়া, ৪। মোঃ সবুজ আলী, (২০), পিতা-মোঃ নজির শেখ, সাং-নতুন ভারেঙ্গা, ৫। মোঃ ইমন হোসেন(২০), পিতা- মোঃ আজিজ আলী, বর্তমান ঠিকানা-বগুড়া সদর উপজেলার দক্ষিণ পার্শ্বে মোঃ হাসেম আলীর ভাঙ্গারীর দোকান, স্থায়ী সাং-মরিচা পাড়া, উভয় থানা-বেড়া, জেলা-পাবনাগণদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদে তাদের প্রদানকৃত তথ্য অনুযায়ী বগুড়া জেলার সদর থানাধীন শিববাটি কটন মিলস্থ মোঃ মিলন শেখ এর ভাঙ্গারী দোকান হতে ও মাটিডালি উত্তর পাড়াস্থ মোঃ হাসেম আলী এর ভাঙ্গারী দোকান হতে মোট ২৫ কেজি তামার তার ও ২৫ কেজি সিলভারের বৈদ্যুতিক তারসহ বিদ্যুৎ এর বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা জয়পুরহাট জেলা ছাড়াও দিনাজপুর গাইবান্ধা, বগুড়া, পাবনাসহ বিভিন্ন জেলায় এই জাতীয় চুরি করে থাকে। তারা এই ট্রান্সফর্মারের কয়েল জেলার বিভিন্ন ভাঙ্গারী দোকানে খন্ড খন্ড করে বিক্রি করে থাকে। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। ট্রান্সফর্মার চোরচক্রের সম্পূর্ণ গ্যাংকে সনাক্তপূর্বক তাদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।