জয়পুরহাটে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার

০৫ অক্টোবর, ২০২২

অদ্য ০৪/১০/২০২২ খ্রি. তারিখ মঙ্গলবার শারদীয় দূর্গোৎসবের মহানবমীতে জয়পুরহাট সদর ও পাঁচবিবি থানাধীন বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ নূরে আলম মহোদয়। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষন করেন পুলিশ সুপার মহোদয়। তিনি জয়পুরহাট জেলার সকল মন্দির ও পূজামন্ডপগুলো জয়পুরহাট জেলা পুলিশ দ্বারা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। অত্র জেলায় প্রতিটি বিট এলাকায় নিয়োজিত বিট অফিসারগণ ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের বিশেষ নজরদারির মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় ও পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সর্বদা তৎপর রয়েছে। এসময় তিনি উপস্থিত সকলের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে পূজা মন্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিরাপত্তা কর্মীসহ সবাইকে দিক নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার পূজামন্ডপ পরিদর্শনকালে বলেন যে, পূজা আয়োজক কমিটিকে শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষে জয়পুরহাট জেলা পুলিশ পূজা চলাকালীন ও পূজা পরবর্তীর নিরাপত্তার জন্য জয়পুরহাট জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পূজামন্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথের ব্যবস্থা করা, পূজা মন্ডপ ও বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর/চার্জার লাইটের ব্যবস্থা করা, আজান ও নামাজের সময় উচ্চশব্দে মাইক ব্যবহার না করা এবং শারদীয় দূর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনাসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার বিভিন্ন পূজা মন্ডপের পূজারী এবং আগত দর্শনার্থীদের সাথে কথা বলেন। তিনি উৎসব পালনে কোন রকম সমস্যা হলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে, জেলা পুলিশ কন্ট্রোল রুম নম্বর-০১৩২০-১২৮৪৯৮ অথবা জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ অবহিত করার পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রশাসক, জয়পুরহাট, জনাব মোঃ আরাফাত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার জয়পুরহাট সদর জয়পুরহাট, জনাব বরমান হোসেন, নির্বাহী কর্মকর্তা, পাঁচবিবি উপজেলা, জয়পুরহাট, জনাব মারুফ আফজাল রাজন, সহকারি কমিশনার (ভূমি), পাঁচবিবি, জয়পুরহাট, অধ্যাপক সুমন কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক জয়পুরহাট জেলা আওয়ামী লীগ ও সভাপতি যুবলীগ জয়পুরহাট, থানার অফিসার ইনচার্জ, পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূজা কমিটির সদস্যগণ।







সর্বশেষ সংবাদ