জয়পুরহাট পাঁচবিবি থানা এলাকার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার
০৩ অক্টোবর, ২০২২
অদ্য ০২-১০-২০২২ খ্রি.দুর্গাপূজা-২০২২ এর নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাঁচবিবি থানা এলাকার বিভিন্ন পূজামন্ডপ সরেজমিন পরিদর্শন করেন জনাব মোহাম্মদ নূরে আলম, পুলিশ সুপার, জয়পুরহাট মহোদয়। পুলিশ সুপার, জয়পুরহাট মহোদয় পূজা মন্ডপসমূহের সিসি ক্যামেরা ও পরিদর্শন রেজিস্টার ব্যবস্থাপনাসহ নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন। পুলিশ সুপার মহোদয় পূজা মন্ডপ পরিদর্শনকালে বলেন, ধর্ম যার যার উৎসব সবার, শারদীয় দুর্গাপূজা বাঙালির জাতীয় উৎসব। কোন অপশক্তি পূজা পরিবেশ নষ্ট করার কোন সুযোগ পাবে না। জয়পুরহাট জেলায় আইন শৃঙ্খলা ও নিরাপত্তার কোন ঘাটতি নেই। পূজা মন্ডপে আইন শৃঙ্খলা বজায় রাখতে জয়পুরহাট জেলা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সেই সাথে মহিলা দ্বারা পরিচালিত পাঁচবিবি থানাধীন বাগজানা আদিবাসী চকসমশের মহিলা সংঘ দূর্গা মন্দির এবং নিতান্ত্রিক গোষ্ঠির আদিবাসীদের মন্দির পরিদর্শন করে আগত পুণ্যার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার জনসাধারণের সাথে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বিদের সাথে কুশল ও মতবিনিময় করেন এবং সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন জনাব ইশতিয়াক আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল), পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ, পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূজা কমিটির সদস্যগণ।