জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

০২ অগাস্ট, ২০২২

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক জয়পুরহাট থানাধীন জয়পুরহাট পৌরসভার অর্ন্তগত আরমনগর গ্রামস্থ হতে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। জয়পুরহাট থানাধীন জয়পুরহাট পৌরসভার অন্তর্গত এলাকায় ৩১-০৭-২০২২ খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) মোঃ আমিরুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ মাহমুদ সিদ্দিকী, এএসআই(নিঃ)মোঃ জাহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট থানাধীন জয়পুরহাট পৌরসভার অন্তর্গত আরমনগর গ্রামস্থ ধৃত মোঃ বকুল হোসেন @ সাবু, পিতা-মৃত অজিম উদ্দীন এর বসতবাড়ি ভিতর হতে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী ০১। মোঃ বকুল হোসেন @ সাবু(৪৩) পিতা-মৃত অজিম উদ্দীন, সাং-আরাম নগর, থানা ও জেলা- জয়পুরহাট, ২।মোঃ সুলতান মাহমুদ চৌধুরী(৪২), পিতা-মোঃ আবুল খায়ের চৌধুরী@আমিন@আমিনুল ইসলাম, সাং-বাকিলা চৌধুরীপাড়া, থানা ও জেলা জয়পুরহাটদ্বয়কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। ০২জন আসামীদের বিরুদ্ধে পূর্বের ৫টি করে ১০টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে।







সর্বশেষ সংবাদ