ক্ষেতলাল থানা পু‌লিশ কর্তৃক (৩০০+২৯)= ৩২৯ (তিনশত উনত্রিশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

২৩ মে, ২০২২

অফিসার ইনচার্জ মোঃ রওশন ইয়াজদানী এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) দেবাশীষ নন্দী, সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ দুলাল হোসেন, কং/৫৫৭ মোঃ রাকিবুল ইসলাম, কং/২৩ মোঃ আঃ মতিন, কং/৫১৩ মোঃ মানিক রানা, সকলেই ক্ষেতলাল থানা, জয়পুরহাটগণ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ২২ মে, ২০২২,তারিখ রাত্রী ২৩.৪৫ ঘটিকার সময় ক্ষেতলাল থানাধীন পৌরসভার অন্তর্গত ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগ অফিসের পিছনে গ্রেফতারকৃত আসামী ১. মোঃ নাসির হোসেন মন্ডল (৫০), পিতা-মৃত মোজাম্মেল হক মন্ডল, গ্রাম- ক্ষেতলাল (সদর) , থানা- ক্ষেতলাল, জেলা –জয়পুরহাট তাহার বসত বাড়ির বারান্দায় হইতে গ্রেফতার করেন এবং আসামী ২. মোঃ বেলাল হোসেন মন্ডল(২৭), পিতা-মোঃ নাসির হোসেন মন্ডল গ্রাম- ক্ষেতলাল (সদর) ৩. মোঃ আঃ হালিম(৩১), পিতা-মৃত বুলু মিয়া (বাচ্চু) , গ্রাম- ঘুগইল, উভয়ের থানা- ক্ষেতলাল, জেলা –জয়পুরহাটদ্বয় পালাইয়া যায়। গ্রেফতারকৃত আসামীর দেখানো মতে তাহার বসত ঘরের বারান্দায় খরের বস্তার মধ্যে হইতে একটি সাদা পলিথিনে মোড়ানো ৩০(ত্রিশ) পাতা ট্যাপেন্টাডল ট্যাবলেট, যাহার প্রতিটি পাতা ১০ (দশ) পিচ করে সর্ব মোট ৩০০ (তিনশত) পিচ কমলা রঙের নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট, ওজন ৩০ (ত্রিশ) গ্রাম, মূল্য অনুমান= ৪৫,০০০/- (পয়তাল্লিশ হাজার) টাকা উদ্ধার করেন। ২২ মে, ২০২২,তারিখ ২২.৩০ ঘটিকার সময় ক্ষেতলাল থানাধীন আলমপুর ইউপির অন্তর্গত নশিপুর (আদর্শগ্রাম) গ্রাম হইতে আসামী মোঃ শাজাহান খান (৪২), পিতা- মৃত শামসুল খান কে তাহার টিনের বসত ঘরের দরজার সামনে হইতে গ্রেফতার পূর্বক ২৯ (উনত্রিশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ওজন ২.৯ (দুই দশমিক নয়) গ্রাম, মূল্য অনুমান= ৪৩৫০/- (চার হাজার তিনশত পঞ্চাশ) টাকা উদ্ধার করেন। উক্ত ঘটনা সংক্রান্তে পৃথক পৃথক দুই মামলা রুজু করিয়া আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।







সর্বশেষ সংবাদ