ক্ষেতলাল থানা পুলিশ কর্তৃক ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবেলট ০৪ (চার) মাদক ব্যবসায়ী এবং অন্যান্য মামলায় ০৩ (তিন) জন সর্ব মোট ০৭ (সাত) জন আসামী গ্রেফতার।

১৪ মে, ২০২২

অফিসার ইনচার্জ মোঃ রওশন ইয়াজদানী এর দিক নির্দেশনায় এস আই (নিঃ) মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১৩ মে, ২০২২,তারিখ ১২.৫০ ঘটিকার সময় ক্ষেতলাল থানাধীন মামুদপুর ইউপির অন্তর্গত মিনিগাড়ী দক্ষিণপাড়া জনৈক মোঃ দুলাল হোসেন তালুকদার (৬৫), পিতা- মৃত মোজাম্মেল হোসেন তালুকদার এর ধান, গম ও আটা ভাঙ্গা মিলের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১. মোঃ গোলাম রব্বানী(৩৩), পিতা-মোঃ আঃ করিম মন্ডল গ্রাম- মামুদপুর (শাহীবার)২. মোঃ শুভ মন্ডল রিপন (২০), পিতা-মোঃ ওবাইদুল মন্ডল ,স্থায়ী: গ্রাম- মামুদপুর (শাহীবার) , থানা- ক্ষেতলাল, জেলা –জয়পুরহাটদ্বয়কে১০ (দশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ওজন ০১ (এক) গ্রাম, মূল্য অনুমান ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকাসহ গ্রেফতার করেন এবং আসামী ৩. মোঃ আঃ হালিম(৩১), পিতা-মৃত বুলু মিয়া (বাচ্চু) , গ্রাম- ঘুগইল, থানা- ক্ষেতলাল, জেলা –জয়পুরহাট পালাইয়া যায়। অপর দিকে ১৩ মে, ২০২২,তারিখ রাত্রী ২২.৩০ ঘটিকার সময় ক্ষেতলাল থানাধীন বড়তারার ইউপির অন্তর্গত শালবন উত্তরপাড়া গ্রামস্থ জনৈক মোঃ বেলাল শেখ (৬০), পিতা- মৃত মজিবর রহমান শেখ এর বসত বাড়ির সামনে ইটের সলিং রাস্তার উপর হইতে আসামী ১. মোঃ উজ্জল মিয়া মিঠু(৩০), পিতা-মোঃ মোফাজ্জল হোসেন ,গ্রাম- শালবন (মেলপাড়া) ২. মোছাঃ রুবি আক্তার(৩৫), পিতা-মোঃ ছহির উদ্দিন গ্রাম- শালবন (মাদ্রাসাপাড়া) , থানা- ক্ষেতলাল, জেলা –জয়পুরহাটদ্বয়কে১৮ (আঠারো) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট, ওজন ০২ (দুই) গ্রাম, মূল্য অনুমান = ২৭০০/- (দুই হাজার সাতশত) টাকা উদ্ধার করেন ও আসামী ৩. মোছাঃ বর্ষা খাতুন (১৯), পিতা-মোঃ ছামছুল হক (কোমো), ,স্থায়ী: গ্রাম- শালবন (মাদ্রাসাপাড়া) ,থানা- ক্ষেতলাল, জেলা –জয়পুরহাট পালাইয়া যায়। উক্ত ঘটনায় আসামীদের বিরুদ্ধে ক্ষেতলাল থানার পৃথক পৃথক দুইটি মাদক মামলা রুজু করা হয় এবং এসআই (নিঃ) মোঃ আব্দুর রহিম ১৩-০৫-২০২২ খ্রিঃ তারিখ অভিযান পরিচালনা করিয়া দুই মামলায় ০৩ (তিন) জন আসামী গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়।







সর্বশেষ সংবাদ