চুরি হওয়ার ০৩ ঘন্টার মধ্যে জয়পুরহাট থানা পুলিশ কর্তৃক চোরাই মোটরসাইকেলসহ ০২টি মাষ্টারকি ও ০২ জন আসামী গ্রেফতারঃ

০৮ মে, ২০২২

  গত ইং ০৩/০৫/২০২২ তারিখ রাত্রী অনুমান ১১.৩০ ঘটিকা হতে রাত্রী ১১.৪৫ ঘটিকার মধ্যে জয়পুরহাট পৌরসভাস্থ আমতলী এলাকাস্থ রামদেও বাজলা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান গেটের সামনে পাকা রাস্তার উপর হতে জনৈক মোঃ আজাদ হোসেন এর নিজ ব্যবহৃত একটি লাল খয়েরী রংয়ের 150CC Hero Honda Hunk মোটরসাইকেল চুরি হয়। এ সংক্রান্তে নিয়মিত মামলা রুজু হইলে অফিসার ইনচার্জ জয়পুরহাট থানার প্রত্যক্ষ তত্বাবধানে মামলার তদন্তকারী অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ তহিদুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) মোঃ মজিবুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) মোঃ জুয়েল আলী সরদার ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ইং ০৪/০৫/২২ তারিখ রাত্রী ০২.৩০ ঘটিকার সময় আক্কেলপুর থানা পুলিশের সহায়তায় আক্কেলপুর থানাধীন পশ্চিম হাসতা বসন্তপুর এলাকা হতে উল্লেখিত মোটরসাইকেল, ০২টি মাষ্টারকিসহ আসামী ১। মোঃ সুমন (২০), পিতা-মোঃ মামুন, সাং-হাতিল গাড়িয়াকান্ত, থানা ও জেলা- জয়পুরহাটকে গ্রেফতার করেন। অত:পর গ্রেফতারকৃত আসামী মোঃ সুমন এর সনাক্ত মতে জয়পুরহাট থানাধীন আদর্শপাড়া এলাকা থেকে আসামী মোঃ আলিফ (১৯), পিতা-মোঃ মঞ্জুরুল, সাং-আদর্শপাড়া জিল্লুর মোড়, থানা ও জেলা- জয়পুরহাটকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় আন্তঃ জেলা মোটর সাইকেল চোর দলের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীদ্বয় মোটর সাইকেল চুরি করে অজ্ঞাতস্থানে নিয়া বিক্রয় করে। গ্রেফতারকৃত আসামী মোঃ সুমন ঈদের ০৩দিন পূর্বে মোটরসাইকেল চুরি মামলায় বিজ্ঞ আদালত হইতে জামিন পেয়ে এসে আবারও মোটরসাইকেল চুরি করে। আসামী মোঃ সুমন এর নামে পূর্বে ০২টি মোটরসাইকেল চুরিসহ ০৪টি মামলা রয়েছে, আসামী মোঃ আলিফ এর নামে ০১টি চুরি মামলা রয়েছে।







সর্বশেষ সংবাদ