জয়পুরহাট থানার চকবরকত পুলিশ ফাঁড়ী পুলিশ কর্তৃক ৩৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন আসামী গ্রেফতারঃ
০৪ এপ্রিল, ২০২২
জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ জনাব এ.কে.এম আলমগীর জাহান এর তত্ত্বাবধানে জয়পুরহাট থানার চকবরকত পুলিশ ফাঁড়ী এএসআই (নিরস্ত্র)/ মোঃ শুকুর আলী, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সুলতান মাহমুদ এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিরস্ত্র) মোঃ তহিদুল ইসলাম, এসআই(নিরস্ত্র) মোঃ জিয়াউর রহমান, এএসআই(নিরস্ত্র) মোঃ আবু সাঈদ মন্ডল ফোর্সসহ ইং ০৩/০৪/২০২২ তারিখ জয়পুরহাট থানাধীন চকবরকত পুলিশ ফাঁড়ী এলাকায় অভিযান পরিচালনা করিয়া জয়পুরহাট থানাধীন চকবরকত ইউপির অন্তর্গত তেরগাতি গ্রামে যাওয়ার ইট বিছানো রাস্তার পার্শ্বে জনৈক মোঃ শাহ আলম, পিতা-মোঃ সামসুল আলম, সাং-আরজি জগদিশপুর এর ধান ক্ষেতে হতে মোট ৩৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আসামী ১। মোঃ মাহাবুব আলম (৩০), পিতা-মোঃ ইব্রাহিম, সাং-জগদিশপুর (ধাওয়া), ২। মোঃ হুমায়ন কবির (৪৫), পিতা-মৃত হাবিবুর রহমান, সাং-জগদিশপুর, উভয় থানা ও জেলা- জয়পুরহাটদ্বয়কে গ্রেফতার করেন । গ্রেফতারকৃত ০১ নং আসামী মোঃ মাহাবুব আলম (৩০) এর বিরুদ্ধে পূর্বের ০৪ টি মাদক মামলাসহ মোট ০৬টি অন্যান্য মামলা রয়েছে। গ্রেফতারকৃত ০২ নং আসামী মোঃ হুমায়ন কবির (৪৫) এর বিরুদ্ধে পূর্বের ০১ টি মামলা রয়েছে।