পাঁচবিবি থানা পুলিশের তৎপরতায় ০৯ বছরের নিখোঁজ ভিকটিম উদ্ধার

০৬ মার্চ, ২০২২

ভিকটিম মোছাঃ ছাবেকুন খাতুন (০৯), পিতা-মোঃ মুন্না, মাতা-মৃত কুলসুম বেগম, সাং-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট একজন মানসিক প্রতিবন্ধী। ভিকটিমের মাতা দীর্ঘদিন আগে মৃত্যুবরণ করলে তার পিতা অন্যত্র বিবাহ করে ঢাকায় জীবন-যাপন করছেন। অপরদিকে ভিকটিম তার নানার বাড়ীতে ভিকটিমের মামা বাদী মোঃ সোহরাব হোসেন (৪০), পিতা-মোঃ রোস্তম আলী, সাং-কাঁটাপুকুর, থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট এর নিকট বসবাস করে। গত ২১/০১/২০২২ খ্রিঃ তারিখ উক্ত ভিকটিম বাড়ীর কাউকে কিছু না বলে বাড়ী হতে বের হয়ে যায়। বাদী মোঃ সোহরাব হোসেন তার ভাগনীকে না পেয়ে পাঁচবিবি থানায় একটি জিডি করেন। বিষয়টি সম্পর্কে অবহিত হয়ে পুলিশ সুপার, জয়পুরহাট জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-সেবা মহোদয়ের আদেশে জনাব ইশতিয়াক আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার পাঁচবিবি সার্কেল-এর দিক নির্দেশনায় এবং জনাব পলাশ চন্দ্র দেব, অফিসার ইনচার্জ, পাঁচবিবি থানা-এর সার্বিক সহযোগিতায় এএসআই (নিঃ) মোঃ আনিসুর রহমান তৎপরতা শুরু করেন। তদন্তকারী অফিসার ভিকটিমের আত্মীয়-স্বজনের বাড়ী সহ সম্ভাব্য জায়গায় খোঁজাখুজি করেন, বিভিন্ন থানায় বেতার বার্তা ও মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ রক্ষা করেন এবং বিভিন্ন মাধ্যমে উদ্ধারের জন্য প্রচেষ্টা চালান। পরবর্তীতে ০৪/০৩/২০২২ খ্রিঃ তারিখ জানা যায়, উক্ত ভিকটিম ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানা হেফাজতে রয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে এএসআই(নিঃ) মোঃ আনিসুর রহমান বাদী ও তার নিকট আত্মীয়-স্বজনের সার্বিক সহায়তায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানা হতে উক্ত ভিকটিমকে নিরাপদে উদ্ধার পূর্বক পাঁচবিবি থানায় হাজির করে উপস্থিত সাক্ষীদের সামনে তার বর্তমান অভিভাবক তার মামা অর্থাৎ বাদী সোহরাব-এর জিম্মায় প্রদান করা হয়।







সর্বশেষ সংবাদ