ক্ষেতলাল থানা পুলিশ কর্তৃক জুয়ার খেলার নগদ ১০,৭০০/- (দশ হাজার সাতশত) টাকা সহ ১২ (বার) জন আসামী গ্রেফতার।
২৮ ফেব্রুয়ারী, ২০২২
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ রওশন ইয়াজদানী এর দিক নির্দেশনায় এসআই মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ২৮ ফেব্রুয়ারি, ২০২২,রাত্রী ০১.১৫ ঘটিকা ঘটিকার সময় ক্ষেতলাল থানাধীন ভাসিলা মধ্যপাড়া গ্রামস্থ জনৈক মোঃ গোলাম রব্বানী ফকিরের বসত বাড়ীর দক্ষিণ দূয়ারী টিনের ঘরের মেঝেতে হইতে টাকা দিয়া জুয়া খেলা অবস্থায় আসামী ১. মোঃ গোলাম রব্বানী ফকির(৩৫), পিতা-মৃত মোজাম্মেল ফকির ,স্থায়ী: গ্রাম- ভাসিলা (মধ্যপাড়া) , ২. আব্দুর রউফ মন্ডল(৩৫), পিতা-মৃত খালেক মন্ডল ,স্থায়ী: গ্রাম- শশীগ্রাম (উত্তরপাড়া) , ৩. মোঃ আলামিন সরদার(৩৮), পিতা-মোঃ জোব্বার সরদার ,স্থায়ী: গ্রাম- হিন্দা (বাজার) , ৪. মোঃ সোহাগ মন্ডল(৩৫), পিতা-আব্দুস সালাম মন্ডল ,স্থায়ী: গ্রাম- শশীগ্রাম (উত্তরপাড়া) , ৫. মোঃ ছানাউল মন্ডল(৩৮), পিতা-মোঃ আব্দুস সামাদ মন্ডল ,স্থায়ী: গ্রাম- হাটশহর মধ্যপাড়া) , ৬. মোঃ আব্দুল খালেক ফকির(৪০), পিতা-মৃত নজীর ফকির ,স্থায়ী: গ্রাম- ভাসিলা (পশ্চিমপাড়া) , ৭. মোঃ শাহ আলম(৫০), পিতা-মোঃ ইয়াকুব আলী ফকির ,স্থায়ী: গ্রাম- জামুহালি, ৮. মোঃ মোংলা মন্ডল(৩৫), পিতা-মোঃ কফিল উদ্দিন ,স্থায়ী: গ্রাম- ভাসিলা (পূর্বপাড়া) , ৯. মোঃ রিপন মন্ডল(৩৬), পিতা-মোঃ আজাহার আলী মন্ডল ,স্থায়ী: গ্রাম- বাকেরা (কোমলগাড়ী) , ১০. মোঃ আব্দুর রহিম(২৫), পিতা-মোঃ আশরাফ আলী ফকির ,স্থায়ী: গ্রাম- ভাসিলা (পূর্বপাড়া) , ১১. মোঃ আব্দুল মোমিন আকন্দ(৩৫), পিতা-মোঃ ফজলুর রহমান ,স্থায়ী: গ্রাম- ভাসিলা (পূর্বপাড়া) , সর্ব থানা- ক্ষেতলাল, জেলা -জয়পুরহাট, বাংলাদেশ ১২. ( মোঃ জাকারিয়া ইসলাম(৩৫), পিতা-মোঃ আব্দুল মতিন ,স্থায়ী: গ্রাম- হলুদঘর, উপজেলা/থানা- আদমদীঘি, জেলা –বগুড়া গণকে গ্রেফতার করা হয়। আসামীদেরকে জুয়া আইনে মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।