জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজন ডাকাতদলের সক্রিয় সদস্য গ্রেফতারঃ
২১ ফেব্রুয়ারী, ২০২২
জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানা পুলিশ কর্তৃক ক্ষেতলাল উপজেলার তুলশীগঙ্গা বিলের ঘাট এলাকা হইতে দেশীয় অস্ত্র উদ্ধারসহ তিনজন ডাকাতদলের সক্রিয় সদস্যকে গত ইং ১৯/০২/২০২২ তারিখ গ্রেফতার করা হয়। জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানায় গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি পরিচালনাকালে এসআই (নিরস্ত্র) মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গত ইং ১৯/০২/২০২২ তারিখ সন্ধা অনুমান ১৯:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ক্ষেতলাল থানাধীন তুলশীগঙ্গা বিলের ঘাটের ব্রিজের পুর্বপার্শ্বে পাকা রাস্তার উপর হইতে ডাকাতির কাজে ব্যবহৃত ০১ (এক)টি কাপড়ের তৈরী কালো ব্যাগ যাহার মধ্যে ১। ০১ (এক)টি দেশী তৈরী ধারালো লোহার তৈরী হাসুয়া, বাট সহ লম্বা- ১৯ ইঞ্চি, লোহার ধারালো অংশ লম্বা- ১২ ইঞ্চি, বাট লম্বা -৭ ইঞ্চি, ২। ০১(এক) টি লোহার তৈরী ধারালো দা, বাট সহ লম্বা - ১৭ ইঞ্চি, ধারালো লোহার অংশ লম্বা- ১১ ইঞ্চি, বাট লম্বা-৬ ইঞ্চি, ৩। ০১(এক) টি লোহার তৈরী ধারালো ছ্যান, বাট সহ লম্বা - ১৯ ইঞ্চি, ধারালো লোহার অংশ লম্বা- ১৩ ইঞ্চি, বাট লম্বা-৬ ইঞ্চি, ৪। আসামীদের ব্যবহৃত ০১(এক) টি সুজকি পুরাতন লাল রংয়ের AX-100সিসি মোটর সাইকেল, যাহার রেজি নং জয়পুরহাট- এ অস্পষ্ট, মুল্যা -৩০,০০০(ত্রিশ) হাজার টাকা ৫। ০১ (এক)টি ৫০ কেজি চর্টের চালের খালি বস্তা, যাহার প্রস্তত কারক মারিয়া অটো রাইস মিলস এফ রহমান গ্রুপের একটি প্রতিষ্টান জয়পুরহাট সহ অন্যান্য লেখা আছে ৬। ০১(এক) টি লাল পুরাতন গামছা। যাহা লম্বা- সাড়ে তিন হাত, প্রস্থ্য-দেড়হাতসহ আসামী ১। মো: মাফিজুল ইসলাম জনি(৩৫), পিতা:- মো:শহিদুল ইসলাম, মাতা: মোছা: বুলি বেগম, সাং- নতুনহাট সরদার পাড়া, ২। মো: শাহীন ওরফে মিলন (৩২),পিতা:- মো: শাজাহান, মাতা: মোছা: রশিদা বেগম, সাং- পলিকাদোয়া, বর্তমান সাং- নতুনহাট সরদার পাড়া উভয় থানা:- জয়পুরহাট সদর, ৩। মো: কাওছার আহম্মেদ (২৫), পিতা:- মো: আব্দুর রহিম, মাতা:- মোছা: শিউলী বেগম, সাং-বাগুয়ান পূর্ব পাড়া, থানা: পাঁচবিবি, সকলের জেলা: জয়পুরহাটদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় ডাকাতি প্রস্তুতির চেষ্টা ও অস্ত্র আইনে দুইটি পৃথক পৃথক মামলা রুজু করা হয়।