জয়পুরহাটে একজন ভূয়া এসআই আটকঃ
১৯ ফেব্রুয়ারী, ২০২২
জয়পুরহাট জেলার জয়পুরহাট থানা পুলিশ কর্তৃক উত্তম কুমার ঘোষ নামে এক ভুয়া এসআইকে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে আটক করেছে পুলিশ। ইং ১৮/০২/২০২২ তারিখ বাদী মোঃ তৌকির আহমেদ (৩১), পিতা- মোঃ জসিম উদ্দিন, সাং- চক বলরাম, থানা- রাণীনগর, জেলা- নওগাঁসহ তাহার আরো ০২ জন বন্ধু বাসযোগে পাঁচবিবি হতে জয়পুরহাট আসার পথে বাসের ভিতর থাকা আসামী ১। উত্তম কুমার ঘোষ (৪০), পিতা-মৃত ধীরেন্দ্র নাথ ঘোষ, সাং- বঙ্গবন্ধুরোড (স্টেশনের পুর্ব পার্শ্বে), সর্ব থানা ও জেলা-জয়পুরহাটসহ অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্নভাবে হুমকি দেয়। ইং ১৮/০২/২০২২ তারিখ বিকাল অনুমান ০৪.১০ ঘটিকার সময় বাসটি পাঁচুর মোড়ে থামলে আসামীগন জয়পুরহাট থানাধীন জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠের দক্ষিণ পশ্চিম কর্নারে গোডাউন মোড়ে পাকা রাস্তার উপর নিয়ে গিয়ে তাদের মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে তাদের নিকট হতে ২০,০০০/- টাকা দাবী করে। আসামীগন সে সময় বাদীর লোকজনদের নিকট হতে ১,৮০০/- টাকা নিয়ে নেয়। পরে বাদী পক্ষের লোক কৌশলে জয়পুরহাট থানা পুলিশকে খবর দিলে অফিসার ইনচার্জ জয়পুরহাট থানা, জয়পুরহাট এর নির্দেশক্রমে জয়পুরহাট থানার কিলো-১ ডিউটিরত এসআই(নিঃ) মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামী ১। উত্তম কুমার ঘোষ (৪০)কে গ্রেফতার করে। এ সংক্রান্তে জয়পুরহাট সদর থানার মামলা নং-৪০, তারিখ-১৯/০২/২০২২ খ্রিঃ, ধারা-১৭০/৩৮৫/৩৮৬/ ৫০৬/৩৪ পেনাল কোড রুজু করা হয়। অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। উত্তম কুমার ঘোষ দীর্ঘ দিন থেকে জেলার বিভিন্ন এলাকায় পুলিশের এসআই পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন।