জয়পুরহাট থানার অভিযানে নাবালিকা মেয়েকে বাল্য বিবাহ পড়ানোর অপরাধে কাজী ও সহকারী কাজী গ্রেফতারঃ
১৯ জানুয়ারী, ২০২২
জয়পুরহাট থানাধীন পূর্ব বাজার সাকিনস্থ শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী তৃষা পারভিন (১৩), পিতা- তারাজুল ইসলাম, মাতা- মমতা বেগম, সাং- ধানমন্ডি জোব্বার মন্ডলপাড়া), থানা ও জেলা- জয়পুরহাটকে গত ইং ১২/১১/২০২১ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে আসামী মোঃ জাহিদ হোসেন (২৫) এর সহিত জোরপূর্বক বিবাহ প্রদানের জন্য তৃষার খালা আসামী মোছাঃ আমেনা বেগম, তৃষার নানা আসামী মোঃ ভাদু @ মজিবর রহমানসহ অজ্ঞাতনামা ৩/৪ জন আসামী মিলে জয়পুরহাট থানাধীন পূর্ব বাজার মারোয়ারী পট্টিতে শর্মা হোটেল সংলগ্ন ০৩ নং আসামী মোঃ আব্দুর রউফ চঞ্চল কাজী এর অফিস কক্ষে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক নিকাহ্ নামা কাগজে তৃষার স্বাক্ষর নিয়ে আসামী মোঃ জাহিদ হোসেন এর সহিত বাল্য বিবাহ সম্পন্ন করে। ভিকটিম তৃষা পারভিন (১৩) তার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে উক্ত ঘটনা তার স্কুলের প্রধান শিক্ষক আইয়ুব আলী সরকার (৫০) কে অবগত করলে প্রধান শিক্ষক থানায় এসে উক্ত ঘটনার প্রেক্ষিতে আসামী ১। মোঃ জাহিদ হোসেন (২৫), পিতা- মোঃ মোকবুল, সাং-টুকুর মোড়, ২। মোঃ আমিনুল ইসলাম @ দুলাল (৫২), পিতা- মৃত বাকি মিয়া, সাং- পাঁচুরচক ফকিরপাড়া, ৩। মোঃ আব্দুর রউফ চঞ্চল কাজী (৩৮), পিতা- অজ্ঞাত, সাং-পাঁচুরচক ফকিরপাড়া, ৪। মোছাঃ আমেনা বেগম (৪২), স্বামী- মোঃ ফারুক হোসেন, সাং- ধানমন্ডি, ৫। মোঃ ভাদু @ মজিবর রহমান (৫৮), পিতা- অজ্ঞাত, সাং- ধানমন্ডি, সর্ব থানা ও জেলা- জয়পুরহাটগনসহ অজ্ঞাতনামা ৩/৪ জনদের বিরুদ্ধে এজাহার করেন। বাদীর এরুপ এজাহারে প্রেক্ষিতে জয়পুরহাট থানার মামলা নং- ৩৫, তাং- ১৮/০১/২০২২ খ্রিঃ, ধারা- ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ৭/৮/৯/১১ রুজু হয়। মামলাটি রুজু হওয়ার পর অফিসার ইনচার্জ জয়পুরহাট থানার প্রত্যক্ষ তত্ত¡াবধানে মামলার তদন্তকারী অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুর রাজ্জাক সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় কাজী ১। মোঃ আব্দুর রউফ চঞ্চল (৩৮), পিতা- মৃত নুরুল হুদা, স্থায়ী সাং- পাঁচুরচক ফকিরপাড়া, বর্তমান সাং- ধানমন্ডি এবং কাজীর সহকারী ২। মোঃ আমিনুল ইসলাম দুলাল (৫২), পিতা- মৃত বাচ্চু @ বাকি মিয়া, সাং- পাঁচুরচক ফকিরপাড়া, থানা ও জেলা- জয়পুরহাটদ্বয়কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোর্পদ করেন। এছাড়াও অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।