জয়পুরহাটে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপন

৩০ অক্টোবর, ২০২১

জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট জেলায় ৩০-১০-২০২১খ্রিঃ শনিবার সকাল ১১.০০ ঘটিকায় কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে পুলিশ লাইনস ড্রিলশেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মাছুম আহাম্মদ ভূঞা,পিপিএম-সেবা, পুলিশ সুপার জয়পুরহাট ও প্রধান উপদেষ্টা কমিউনিটি পুলিশিং জয়পুরহাট জেলা সম্বনয় কমিটি।   পুলিশ সুপার বক্তব্যে বলেন কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণ এবং পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে। ফলে বিভিন্ন ধরনের অপরাধ যেমন-মাদক, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, ইভটিজিং, বাল্যবিবাহ ইত্যাদি নিয়ন্ত্রণ সহজ হয়। এছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণেও প্রয়োজনীয় আগাম তথ্য দিয়ে কমিউনিটি পুলিশিং এর সদস্য তথা সমাজের মানুষ পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।   অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফুর রহমান (রকেট), চেয়ারম্যান, জেলা পরিষদ, জয়পুরহাট ও সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ জয়পুরহাট জেলা শাখা, জনাব এস এম সোলামান আলী, চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ জয়পুরহাট, জনাব মোঃ তহিদুল রহমান, উপ-পরিচালক, এনএসআই, জয়পুরহাট, জনাব মোঃ জাকির হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ জয়পুরহাট জেলা শাখা, জনাব এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল, বিজ্ঞ পিপি ও সভাপতি, জয়পুরহাট জেলা প্রেসক্লাব, জনাব এ্যাডঃ মোমিন আহম্মেদ চৌধুরী, বিজ্ঞ জিপি, জয়পুরহাট, জনাব মোঃ আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, জয়পুরহাট, জনাব নন্দলাল পার্শী, সদস্য সচিব, কমিউনিটি পুলিশিং জয়পুরহাট জেলা সমন্বয় কমিটিসহ জয়পুরহাট জনপ্রতিনিধি বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম সদস্য বৃন্দ, সাংবাদিক বৃন্দ, ক্রীড়া সংস্থার সদস্য বৃন্দ, ব্যবসায়ী বৃন্দ স্কাউট এবং রোভার, নৃতাত্বিক জনগোষ্ঠি, সকল এনজিও কর্মী, সরকারী ও বে-সরকারী বিভাগের কর্মকর্তা বৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশা জীবি মানুষ উপস্থিত ছিলেন।







সর্বশেষ সংবাদ