জয়পুরহাট আক্কেলপুর থানায় “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত
২৬ অক্টোবর, ২০২১
আক্কেলপুর থানা পুলিশের আয়োজনে আক্কেলপুর থানা প্রঙ্গনে অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান এর সভাপতিত্বে অদ্য ২৬-১০-২০২১ খ্রিঃ সুধীজন ও কমিউনিটি পুলিশিং সদস্যদের সহিত মাদক,জঙ্গিবাদ,ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাছুম আহাম্মদ ভূঞা,পিপিএম-সেবা, পুলিশ সুপার, জয়পুরহাট। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আপনাদের সহযোগিতা পেলে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব। অপরাধী যেই হোক না কেনো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তাই মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ এর বিরোধী কার্যক্রম আরো জোরদার করার লক্ষে সর্বম্তরের জনসাধারণকে এগিয়ে আসার জন্য আহবান জানান। পুলিশ সুপার বলেন বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ দুর্নীতি মুক্ত, কলুস মুক্ত ও তদবির মুক্ত রাখাতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ(আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম(বার) মহোদয় ঐকান্তিক প্রচেষ্টা চালাচ্ছেন। তারই ধারাবাহিকতায় জয়পুরহাট জেলায় সম্পূর্ণ নিরপেক্ষভাবে যোগ্য লোক বাছাই করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় কোনো দালাল কিংবা প্রতারকচক্র যাতে সুবিধা করতে না পারে সেজন্য জেলা পুলিশ বিষয়টি কঠোরভাবে নজর রাখছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দালাল, প্রতারক কিংবা অসদুপায় অবলম্বনকারী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারী প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন), জনাব মোঃ শহিদুল আলম চৌধূরী, মেয়র, আক্কেলপুর পৌরসভা, জনাব আঃ ছালাম আকন্দ, চেয়ারম্যান, আক্কেলপুর উপজেলা পরিষদ, জনাব এস,এম,হাবিবুল হাসান, নির্বাহি অফিসার, আক্কেলপুর উপজেলাসহ আক্কেলপুর থানার গন্যমান্য ব্যক্তিবর্গ।