জয়পুরহাটে জামায়াতের শীর্ষ ৪ নেতা গ্রেফতার

২৫ অক্টোবর, ২০২১

অদ্য ২৫-১০-২০২১ খ্রি. সোমবার বিকাল ১৬:১০ ঘটিকার সময় কালাই থানা পুলিশ কর্তৃক বাংলাদেশ জামায়াতে ইসলাম জয়পুরহাট জেলা শাখার আমির, সেক্রেটারি এবং কালাই উপজেলা শাখার বর্তমান নায়েবে আমির ও সাবেক নায়েবে আমিরসহ মোট চারজন গ্রেফতার করে কালাই থানা পুলিশ। এই সংক্রান্তে কালাই থানায় মামলা নং ১৯ তারিখ-২৫-১০-২০২১ খ্রি. ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-উ রুজু করা হয়। অদ্য ২৫-১০-২০২১ খ্রি. সোমবার বিকাল ১৬:১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট জেলার কালাই উপজেলার সোনালী ব্যাংক শাখার নিচতলার জনৈক মোজাফফর (জামায়াত ইসলামের সক্রিয় কর্মী) এর দোকান ঘরে সাম্প্রদয়িক সম্প্রীতি বিনষ্ট, সংখ্যালঘুদের উপর আক্রমন, সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠকে সমবেত হয়ে নাশকতামূলক কর্মকান্ড পরিচালনার পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহন করা কালে ১। মোঃ ফজলুর রহমান সাঈদ, নায়েবে আমির, বাংলাদেশ জামায়াত ইসলাম জয়পুরহাট জেলা শাখা, ২। গোলাম কিবরিয়া, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াত ইসলাম জয়পুরহাট জেলা শাখা, ৩। মনসুর রহমান, নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলাম কালাই উপজেলা শাখা, ৪। নুরুজ্জামান সরকার, সাবেক নায়েবে আমির, বাংলাদেশ জামায়াত ইসলাম, কালাই উপজেলা শাখা গনকে গ্রেফতার করে কালাই থানা পুলিশ ।







সর্বশেষ সংবাদ