জয়পুরহাটে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

২৯ সেপ্টেম্বর, ২০২১

অদ্য ২৯-০৯-২০২১ খ্রি. জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস ড্রিলশেডে “আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২১” উপলক্ষে জয়পুরহাট জেলা পূজা উদযাপন কমিটির সহিত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা,পিপিএম-সেবা। মতবিনিময় সভায় জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা,পিপিএম-সেবা শারদীয় দুর্গাপূজা-২০২১ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সকল থানা থেকে আগত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত সকলের মতামত গ্রহণ করেন। সভায় পুলিশ সুপার বলেন, জয়পুরহাট জেলা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক রয়েছে। শান্তিপূর্ণভাবে পুজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হবে। এছাড়া জয়পুরহাট জেলার সকল থানার অফিসার ইনচার্জগণকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক থাকার নির্দেশ প্রদান করেন। সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন), জনাব জাকির হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, জয়পুরহাট জেলা শাখা, অ্যাডভোকেট নুপেন্দ্রনাথ মন্ডল, পিপি জয়পুরহাট জজ কোর্ট ও প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ ‍হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, অ্যাডভোকেট হৃষিকেষ সরকার, সভাপতি, জেলা পূজা উদযাপন পরিষদ, জনাব অশোক কুমার ঠাকুর, ভাইস চেয়ারম্যান, জয়পুরহাট সদর উপজেলা পরিষদ প্রমূখ।







সর্বশেষ সংবাদ