জয়পুরহাট থানা পুলিশ কর্তৃক মূর্তি ভাঙ্গার আসামী গ্রেফতার

২৫ সেপ্টেম্বর, ২০২১

জয়পুরহাট থানাধীন শুকতাহার পূর্বপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরে এবং জয়পুরহাট থানাধীন শৃকতাহার মধ্যেপাড়া বারওয়ারী মন্দিরে ইং ২৪ সেপ্টে, ২০২১,রাত্রী ১০.০০ ঘটিকা হইতে ইং ২৫/০৯/২০২১ তারিখ ভোর ০৫.০০ ঘটিকার মধ্যে যে কোন সময় এবং ইং ২৫/০৯/২০২১ তারিখ রাত্রী অনুমান ০৩.৩০ ঘটিকার সময় দুইটি মন্দির আসামী ১।  মোঃ শামসুল আলম @ লাল বাবু (৩৫), পিতা- মোঃ আব্দুল করিম মন্ডল স্থায়ী : গ্রাম- ধুলাতর (মন্ডলপাড়া), থানা ও জেলা-জয়পুরহাট শুকতাহার পূর্বপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরে ভিতরে প্রবেশ করে মন্ডপে রাখা “মা দূগা” প্রতিমা, গনেশ, লক্ষী, ওসুর নির্মানাধীন মূর্তিগুলি বাঁকা এবং পূজা মন্ডপের “মা দূর্গা” প্রতিমা এবং লক্ষী প্রতিমা ভেঙ্গে ফেলে। উক্ত আসামী ইং ২৫/০৯/২০২১ তারিখ রাত্রী অনুমান ০৩.৩০ ঘটিকার সময় বারওয়ারী মন্দিরে গিয়ে মন্দিরের গনেশ ঠাকুরের মাথা এবং শুড়, মা দূর্গার মাথা, হাত, পা এবং ওশুড় এর মাথা বিছিন্ন করে এবং অন্যান্য মূর্তিকেও ভাংচুর করে। অদ্য ইং ২৫/০৯/২০২১ তারিখ ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া উক্ত আসামীকে গ্রেফতার করেন।   বর্ণিত ঘটনার বিষয়ে জয়পুরহাট  থানার মামলা নং-৭০, তারিখ- ২৫ সেপ্টে, ২০২১;  ধারা- ২৯৫/২৯৭ পেনাল কোড-১৮৬০; রুজু হয়েছে।







সর্বশেষ সংবাদ