জয়পুরহাট থানা পুলিশ কর্তৃক ডাকাতি প্রস্তুতিকালে ডাকাতদল আটকঃ
২৩ সেপ্টেম্বর, ২০২১
জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ জনাব একেএম আলমগীর জাহান এর তত্ত্বাবধানে জয়পুরহাট থানার ০২টি মোবাইল টিম ইং ২১/০৯/২০২১ তারিখ রাত্রী অনুমান ০৩.৫০ ঘটিকার সময় জয়পুরহাট থানাধীন জামালপুর ইউপির অন্তর্গত দাদড়া ফকিরপাড়া গ্রামস্থ মিঠু চেয়ারম্যান এর ইট ভাটার অনুমান ৬০ গজ পশ্চিমে বটতলী হতে পাকার মাথাগামী পাকা রাস্তার উপর আসা মাত্র সেখানে ০১টি পিকআপগাড়ীসহ ডাকাতদল সমবেত হয়ে রাস্তার দুই পার্শ্বে ০২ গ্রুপে ভাগ হয়ে রশি ধরে ডাকাতি সংগঠনের প্রস্তুতিকালে ০১টি লোহার রামদা, ০৫টি ছুরি, ০১টি কাঠের লাঠি, ০১টি পিকআপ গাড়ী, ০১টি রশি, ০৪টি মোবাইল সেটসহ সঙ্গীয় অফিসার ফোর্সদের সহায়তায় আসামী ১। শ্রী রিপন চন্দ্র সরকার (২৫), পিতা- শ্রী অভয় চন্দ্র সরকার, সাং- ধারকি বাগিচাপাড়া, থানা- জয়পুরহাট সদর, ২। শ্রী উজ্জল চন্দ্র দাস (২২), পিতা- শ্রী প্রফুল চন্দ্র দাস, সাং- জিয়াপুর সন্ন্যাসতলী, থানা- ক্ষেতলাল, উভয় জেলা- জয়পুরহাট ৩। শ্রী মুকুল সরকার (২৩), পিতা- মৃত অদ্দয় সরকার, সাং- কিচক (গোপিনাথপুর মাঝিপাড়া), থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়া, ৪। মোঃ সোহেল মাহমুদ (৩৩), পিতা- মোঃ আবুল কাশেম, সাং- দেবখন্ডা, থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাটগনদেরকে গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে জয়পুরহাট থানায় মামলা নং- ৫৫, তাং- ২১/০৯/২০২১ খ্রিঃ, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু হয়েছে। অপরাপর এজাহার নামীয় পলাতক আসামী এবং অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।