জয়পুরহাট জেলা পুলিশের আগস্ট-২১ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
১৬ সেপ্টেম্বর, ২০২১
অদ্য ১৬-০৯-২০২১ খ্রিঃ বৃহস্পতিবার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা-পিপিএম-সেবা এর সভাপতিত্বে আগস্ট-২১ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আগস্ট-২১ মাসের গুরুত্বপূর্ণ মামলাসমূহের রহস্য উদঘাটন ও তদন্ত কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। সভার শুরুতে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ আগস্ট-২০২১ খ্রিঃ মাসের পারফরমেন্সের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করা হয়। পাঁচবিবি ও ক্ষেতলাল থানার ক্লুলেস হত্যা মামলার এবং সদর থানার ডাকাতি মামলার রহস্য উম্মোচনে বিশেষ ভূমিকা রাখায় জনাব ইশতিয়াক আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাঁচবিবি সার্কেল), জনাব শাহেদ আল মামুন(ওসি ডিবি), জনাব পলাশ চন্দ্র দেব(ওসি পাঁচবিবি), জনাব নীরেন্দ্র নাথ মন্ডল(ওসি ক্ষেতলাল), জনাব মোঃ হাবিবুর রহমান(ইন্সপেক্টর তদন্ত, সদর থানা), এসআই মোঃ আমিরুল ইসলাম (ডিবি) জয়পুরহাটগনকে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়। জয়পুরহাট জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের এসআই মোঃ মোশাররফ হোসেন এবং জেলার শ্রেষ্ঠ এএসআই আক্কেলপুর থানার এএসআই মোঃ সাইদুর রহমান, জেলার শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে টিএসআই মোঃ কেতাব উদ্দীন, সদর ট্রাফিক-কে পুরষ্কার প্রদান করেন জেলা পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা-পিপিএম-সেবা। ভবিষ্যতে আরো ভাল কাজ করার পরামর্শ প্রদান করেন। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকাতে সদ্য সমাপ্ত “ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায়” মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার) মহোদয়ের প্রদত্ত নির্দেশনাবলী প্রতিপালনের পাশাপাশি হয়রানি ও দর্নীতিমুক্ত পুলিশি সেবা প্রদানে জয়পুরহাট জেলা পুলিশ প্রতিজ্ঞাবদ্ধ।