জয়পুরহাট জেলা পুলিশের আগস্ট-২১ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
১৬ সেপ্টেম্বর, ২০২১
অদ্য ১৬-০৯-২০২১ খ্রিঃ বৃহস্পতিবার জয়পুরহাট পুলিশ লাইনস্ ড্রিলশেডে সামাজিক দূরত্ব বজায় রেখে আগস্ট-২০২১ খ্রিঃ মাসের ফোর্সের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা-পিপিএম-সেবা। মাসিক কল্যাণ সভায় ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎক্ষণিক ভাবে সমস্যা সমাধানের সিদ্ধান্ত প্রদান করেন। পুলিশ সুপার তার বক্তব্যে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক পুলিশ সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকবে সে প্রত্যাশা ব্যক্ত করেন। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকাতে সদ্য সমাপ্ত “ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায়” মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার) মহোদয়ের প্রদত্ত নির্দেশনা কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় যে কোন ধরণের দুর্নীতি ও অনিয়ম বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান। সেই সাথে পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত কল্পে চলমান উন্নয়নমূলক ও কল্যাণধর্মী কাজের পাশাপাশি পুলিশ লাইনস-এ শীঘ্রই আধুনিক মানসম্মত সেলুন এবং ই-ক্যাফে ও লাইব্রেরী প্রতিষ্ঠার ঘোষনা দেন। এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন), জনাব ইশতিয়াক আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাঁচববি সার্কেল), জয়পুরহাট এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জগণসহ বিভিন্ন পদবীর পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।