জয়পুরহাট ক্ষেতলাল থানা পুলিশ কর্তৃক ২৮ (আঠাশ) পিচ (ট্যাপেন্টাডল ট্যাবলেট) সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার।
১৬ সেপ্টেম্বর, ২০২১
ক্ষেতলাল থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স ক্ষেতলাল থানার জিডি নং-৬৬২, তারিখ-১৬-০৯-২০২১ খ্রিঃ মূলে ক্ষেতলাল থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি কালিন গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল থানাধীন রামপুরা চৌধুরীপাড়া কমিউনিটি ক্লিনিক এর সামনে পাকা রাস্তার পার্শ্বে এন্টিকড়াই গাছের নিচে হইতে ইং-১৬-০৯-২০২১ তারিখ ১১.০৫ ঘটিকার সময় আসামী মোঃ ইসমাইল হোসেন (৩৫), পিতা- মোঃ কছির উদ্দিন ,গ্রাম- দাশড়া (সরাইল খানপাড়া), থানা- ক্ষেতলাল, জয়পুরহাটকে গ্রেফতার করেন এবং অপর একজন আসামী মোঃ হালিম মোল্লা (৩৫), পিতা- মোঃ বাচ্চু মোল্লা, সাং- ঘুগইল, থানা-ক্ষেতলাল, জেলা-জয়পুরহাট দৌড়াইয়া পালাইয়া যায়। গ্রেফতারকৃত আসামী মোঃ ইসমাইল হোসেন এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত লুঙ্গীর বাম কোচা হইতে সাদা কাগজ দ্বারা মোড়ানো ২৮ (আঠাশ) পিচ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট, ওজন ০৩ (তিন) গ্রাম, মূল্য অনুমান ৪,২০০/- (চার হাজার দুইশত) টাকা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে ইং-১৬-০৯-২০২১ তারিখ ১১.২৫ ঘটিকার সময় জব্দ করেন। উক্ত ঘটনা সংক্রান্তে ক্ষেতলাল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।