জয়পুরহাট ক্ষেতলাল থানা পুলিশ কর্তৃক ৮০ (আশি) পিচ Tapentadol Tablet (ট্যাপেন্টাডল ট্যাবলেট) সহ ০২ (দুই) জন আসামী গ্রেফতার।
১৩ সেপ্টেম্বর, ২০২১
ক্ষেতলাল থানায় কর্মরত এসআই (নিঃ) মহা আলম সঙ্গীয় অফিসার ও ফোর্স ক্ষেতলাল থানার জি,ডি নং-৪৮৯, তারিখ-১২-০৯-২০২১ খ্রিঃ মূলে থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতার পরোয়ানা তামিল ডিউটি করা কালিন গোপন সংবাদের ভিত্তিতে ইং-১২-০৯-২০২১ তারিখ ১৩.২০ ঘটিকার সময় জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানাধীন হোপ (হোপেরহাট) গ্রামস্থ গ্রেফতারকৃত আসামী মোঃ আহসান হাবিব (৫৭), পিতা- মৃত রহিম উদ্দিন এর বসত বাড়ীর খোলা আঙ্গিনায় হইতে আসামী ১। মোঃ আহসান হাবিব (৫৭), পিতা- মৃত রহিম উদ্দিন, সাং-হোপ (হোপেরহাট বাজার), থানা-ক্ষেতলাল, জেলা-জয়পুরহাট ২। মোঃ মশিউর রহমান (৩২), পিতা- মোঃ সিরাজ উদ্দিন মন্ডল, সাং-মাধাইনগর, থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাট দ্বয়কে গ্রেফকার করেন এবং ১নং গ্রেফতারকৃত আসামী মোঃ আহসান হাবিব এর নিজ হাতে বাহির করিয়া দেওয়ামতে ৮০ (আশি) পিচ মাদকদ্রব্য Tapentadol Tablet, ওজন ০৮ (আট) গ্রাম, মূল্য অনুমান ১২,০০০/- (বার হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ করেন। উক্ত ঘটনা সংক্রান্তে ক্ষেতলাল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।