জয়পুরহাট ক্ষেতলাল থানা পুলিশ কর্তৃক ২,১৫০/- (দুই হাজার একশত পঞ্চাশ) টাকা সহ ০৬ (ছয়) জন আসামী গ্রেফতার।
০৭ সেপ্টেম্বর, ২০২১
ক্ষেতলাল থানায় কর্মরত এসআই (নিঃ) মহা আলম সঙ্গীয় ফোর্স ক্ষেতলাল থানার জি,ডি নং-২৫৮, ইং-০৬/০৯/২০২১ তারিখ মূলে থানা এলাকায় হাইওয়ে (রণপাহাড়া) ডিউটি করা কালিন ইং-০৭/০৯/২০২১ খ্রিঃ তারিখ ০৫.৫৫ ঘটিকার সময় ক্ষেতলাল থানাধীন জনৈক মোঃ সাইদুর রহমান, পিতা-মৃত মফিজ উদ্দিন শাহ, সাং-তিলাবদুল সাহাপাড়া, থানা-ক্ষেতলাল, জেলা-জয়পুরহাট এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ আনোয়ার হোসেন (৪২), পিতা- পিতা-মৃত মোজাহার , স্থায়ী : গ্রাম- তারাকুল, থানা- ক্ষেতলাল, জয়পুরহাট, ২। মোঃ আনিছুর রহমান (৪৫), পিতা- মৃত ছহির , স্থায়ী : সড়াইল, গ্রাম- দাশড়া, উপজেলা/থানা- ক্ষেতলাল, জয়পুরহাট, ৩। মোঃ ইমরান হোসেন (৩০), পিতা- মোঃ শাহানুর , স্থায়ী : গ্রাম- ইকরগাড়া, উপজেলা/থানা- ক্ষেতলাল, জয়পুরহাট, ৪ ।মোঃ রাজু মিয়া (২৮), পিতা- মৃত আঃ মজিদ , স্থায়ী : খোসালপুর নওপাড়া, গ্রাম- খোসাল, উপজেলা/থানা- কালাই, জয়পুরহাট, ৫ ।মোঃ শফিকুল ইসলাম (৩২), পিতা- মোঃ শাহ জাহান , স্থায়ী : গ্রাম- জামুহালি, উপজেলা/থানা- ক্ষেতলাল, জয়পুরহাট, ৬। মোঃ আনোয়ার (৫০), পিতা- মৃত গানা মন্ডল , স্থায়ী : আবাসন, গ্রাম- জামুহালি, থানা- ক্ষেতলাল, জয়পুরহাটগণদের গ্রেফতার করেন এবং ৭। মোঃ জয়নাল (৩৫), পিতা- আব্দুল রউফ, সাং-বটতলী নামাপাড়া ৮। মোঃ আঃ মান্নান (৩২), পিতা- মোঃ কমল উদ্দিন, সাং-তিলাবদুল সাহাপাড়া, উভয়ের থানা-ক্ষেতলাল, জেলা-জয়পুরহাটদ্বয় পালাইয়া যায়। ঘটনাস্থল হইতে (১) ২,১৫০/- (দুই হাজার একশত পঞ্চাশ) টাকা (০২) ০১ (এক) সেট DON তাস (৩) ০১ (এক)টি প্লাস্টিকের তৈরী চট পাইয়া ০৭-০৯-২০২১ তারিখ ০৬.৪০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনা সংক্রান্তে ক্ষেতলাল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।