জয়পুরহাট থানাধীন চকবরকত পুলিশ ফাঁড়ী কর্তৃক ৪৬ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটকঃ
০৫ সেপ্টেম্বর, ২০২১
জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ জনাব এ.কে.এম. আলমগীর জাহান এর তত্ত্বাবধানে চকবরকত পুলিশ ফাঁড়ীর আই, সি জনাব মোঃ সুলতান মাহমুদ এর নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইং ০৫/০৯/২০২১ তারিখ রাত্রী অনুমান ০২.৩০ ঘটিকার সময় চকবরকত পুলিশ ফাঁড়ীর এএসআই (নিরস্ত্র) মোঃ শুকুর আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ জয়পুরহাট থানাধীন চকবরকত ইউপির অন্তর্গত নেজামপুর সাকিনস্থ ভুটিয়াপাড়া হইতে নেজামপুর মোড়গামী পাকা রাস্তার পূর্ব পার্শ্বে মোঃ এন্তাজ হোসেন (৪০), পিতা- মৃত সুজন মিয়া এর ধানের জমির মধ্যে হতে ৪৬ বোতল ফেন্সিডিল, মূল্য অনুমান- ৯২,০০০/- টাকাসহ ১. মোঃ সোহেল রানা (২৬), পিতা- মোঃ নেজাম মন্ডল, সাং- পূর্ব কড়িয়া (কদুবাড়ী), থানা- পাঁচবিবি, ২. মোঃ রায়হান কবির (২৮), পিতা- মোঃ আফাজ উদ্দিন, সাং দড়িপাড়া, থানা- জয়পুরহাট সদর, উভয় জেলা- জয়পুরহাট- কে গ্রেফতার করেন।