জয়পুরহাট থানা পুলিশ কর্তৃক ডাকাতদল আটকঃ

২৮ অগাস্ট, ২০২১

গত ইং ২৪/০৮/২০২১ তারিখ রাত্রী অনুমান ০৯.২০ ঘটিকা হতে রাত্রী অনুমান ১০.০০ ঘটিকা পর্যন্ত সময়ে জয়পুরহাট সদর থানাধীন আমদই ইউনিয়ন এর তেঘরা দন্ডপানি সরকার পুকুর নামক স্থানে চৌমুহনী বাজার হতে আমদইগামী পাকা রাস্তার উপর রশি দিয়ে ৮/৯ জনের ডাকাত দল ডাকাতি সংঘটন করে। ০২টি মোটর সাইকেলে আসা তিনজন ভিকটিমদেরকে কাপড় দিয়ে চোখ ও প্লাষ্টিকের রশি দিয়ে হাত পিছনে বেধে পাকা রাস্তা হতে নামিয়ে নিয়ে ধান ক্ষেতের মধ্য দিয়ে ঈদগাহ মাঠের পিছনে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে ফেলে রাখে। ডাকাতি সংঘটন করার সময় ভিকটিমদের কাছে থাকা ০২টি মোটর সাইকেল, ০১টি স্বর্ণের আংটি, ০৪টি মোবাইল ফোন এবং নগদ ১,০২,৫০০/- টাকা ডাকাত দলের সদস্যরা লুণ্ঠন করে নেয়।           উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে ইং ২৫/০৮/২০২১ তারিখ ১৭.৩০ ঘটিকায় ভিকটিমদের মধ্য হতে মোঃ জুয়েল হোসেন (মোবাঃ ০১৭৬৬-০৮৬৮৪২) বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি ডাকাতি মামলার এজাহার দাখিল করেন। উক্ত এজাহারের প্রেক্ষিতে জয়পুরহাট সদর থানার মামলা নং- ৭২, তাং- ২৫/০৮/২০২১ খ্রিঃ, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।           জনাব মাছুম আহম্মদ ভূইয়া, পিপিএম, পুলিশ সুপার, জয়পুরহাট মহোদয়ের দিক নির্দেশনায় জনাব ইসতিয়াক আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চলতি দায়িত্বে  সদর সার্কেল), জয়পুরহাট, জনাব এ.কে.এম. আলমগীর জাহান, অফিসার ইনচার্জ, জয়পুরহাট সদর থানা, জয়পুরহাট, জনাব শাহেদ আল মামুন, ওসি ডিবি, জয়পুরহাট, জনাব মোঃ হাবিবুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত), জয়পুরহাট সদর থানা, জয়পুরহাট, সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ তহিদুল ইসলাম, সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ মামুন হোসেন এবং উল্লেখিত ইনচার্জদের সঙ্গীয় অফিসার ও ফোর্সদের অবিরতভাবে সোর্স ও বিভিন্ন কৌশল অবলম্বন এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মামলা রুজুর ০৭ (সাত) ঘন্টার মধ্যে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা এলাকা হতে ভিকটিমদের লুণ্ঠিত ০২টি মোটর সাইকেল,  ৫৩,২৮০/- টাকা, ০১টি NOKIA মোবাইল সেট, ০১টি ছোরা, ০১টি লোহার কাটাল, ০১টি চাপাতি, ০১টি সামুরাই, ০১টি রাম দা, ০১টি ছোট ছুরিসহ ডাকাত ১। মোঃ আইনুল ইসলাম (৩৯), পিতা- মোঃ আঃ জলিল, সাং- বড় সাতাইল বাতাইল, ২। মোঃ সাহারুল (৩৫), পিতা- মোঃ আকিল, স্থায়ী সাং- পলুপাড়া, বর্তমান সাং- হীরকপাড়া, ৩। মোঃ রফিক (২৪), পিতা- মোঃ ময়েন উদ্দিন, সাং- পলুপাড়া, সর্ব  থানা- গোবিন্দগঞ্জ, জেলা- গাইবান্ধাদেরকে গ্রেফতার করা হয়।







সর্বশেষ সংবাদ