দিনাজপুর জেলার ফুলবাড়ী বাসস্ট্যান্ড হইতে চুরি যাওয়া হাইস মাইক্রোবাস ক্ষেতলাল থানা পুলিশ কর্তৃক উদ্ধার সহ ০১ (এক) জন আটক।

০৮ অগাস্ট, ২০২১

জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-সেবা, পুলিশ সুপার, জয়পুরহাট মহোদয়ের নিদের্শনায় ক্ষেতলাল থানা এলাকার ভাসিলা মোড়ে চেক পোষ্ট ডিউটি করা কালে এসআই (নিঃ) মোঃ কাজী রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ গত ০৭-০৮-২০২১ খ্রিঃ তারিখ বেলা অনুঃ ১১.৪৫ ঘটিকার সময় একটি হাইস মাইক্রোবাস বে-পরোয়ানা গতিতে ইটাখোলা হইতে বগুড়া অভিমুখে যাওয়ার সময় আটক করেন। মাইক্রোবাসের চালক মোঃ আকাশ (১৪) পিতা- মোঃ আমাজাদ হোসেন, সাং- সাহাবাজপুর (শিয়ালী ডাঙ্গা), থানা-ফুলবাড়ী, জেলা-দিনাজপুরকে জিজ্ঞাসাবাদ করিলে চালক সন্তোষজনক জবাব দিতে না পারায় এবং গাড়ীর রেজিঃ সহ কাজগপত্র দেখাইতে ব্যর্থ হইতে তিনি বিষয়টি ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ জনাব নীরেন্দ্র নাথ মন্ডল কে অবহিত করিলে তিনি মাইক্রোবাস সহ চালক মোঃ আকাশকে থানায় নিয়া আসিতে বলেন। অতঃপর ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ মোবাইল ফোনের মাধ্যমে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আশ্রাফুল ইসলাম কে বিষয়টি অবহতি করিলে তিনি জানান যে, গত ০৬-০৮-২০২১ তারিখ দিবাগত রাত্রী যে কোন সময় জনৈক মোঃ মোর্কারম হোসেন, পিতা-মৃত তোফাজ্জল হোসেন, সাং- উত্তর সুজাপুর, থানা-ফুলবাড়ী, জেলা-দিনাজপুর এর মালিকানাধীন রেজিঃ নং- ঢাকা মেট্রো- ছ-১১-২৪৭৬ হাইস মাইক্রোবাসটি দিনাজপুর জেলার ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন জনৈক দিলীপ এর গ্যারেজে হইতে অজ্ঞাতনামা চোর বা চোরেরা চুরি করিয়া লইয়া যায়। উক্ত ঘটনা সংক্রান্তে ফুলবাড়ী থানার মামলা নং-১০, তাং-০৭-০৮-২০২১ খ্রিঃ ধারা-৩৭৯ পেনাল রুজু হইয়াছে। অতঃপর মাইক্রোবাসটির মালিক জনাব মোঃ মোর্কারম হোসেন এবং উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আরিফুজ্জামান ক্ষেতলাল থানায় আসিয়া চোরাই যাওয়া মাইক্রোবাস সনাক্ত করেন। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া গ্রেফতারকৃত আসামী মোঃ আকাশ এবং চোরাই উদ্ধার হাইস মাইক্রোবাসটি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আরিফুজ্জামান এর নিকট বুঝাইয়া দেওয়া হয়।







সর্বশেষ সংবাদ