জয়পুরহাটে কঠোর লকডাউনের প্রথম দিনে তৎপর পুলিশ
০১ জুলাই, ২০২১
জয়পুরহাট জেলায় অদ্য ০১-০৭-২০২১ খ্রিঃ ভোর থেকে লকডাউন' কার্যকর করার জন্য পুলিশ বিভিন্ন জায়গায় তৎপর রয়েছে। ভোর ছয়টা থেকে শুরু করা হয়েছে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেক পোস্ট এবং মোবাইল টহল। এসব চেকপোস্টে গাড়িথামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তায় বের হবার কারণ জিজ্ঞেস করা হচ্ছে। যেসব পেশার মানুষ জরুরি সেবার সাথে সম্পৃক্ত তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দেওয়া হচ্ছে। সরকার ঘোষত লকডাউন কার্যক্ররকরা লক্ষে জেলার পুলিশ সদস্যরা প্রবল বৃষ্টিতে রেইনকোর্ট গায়ে রাস্তার মোড়ে মোড়ে কেউ বা ছাতা হাতে ডিউটি করেছে। করোনার এরুপ ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় জয়পুরহাট জেলার সকল জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চাল, সামাজিক দুরত্ব বজায় রাখা, অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকা ও সরকার নির্দেশিত বিধিনিষেধসমূহ যথাযথভাবে অনুসরণ করার আহবান জনান পুলিশ সুপার। See