জয়পুরহাট জেলার কালাই থানায় ০৭ বছরের সাজাপ্রাপ্ত ০১ জন আসামী গ্রেফতার
২২ জুন, ২০২১
কালাই থানার মামলা নং-০৪, তারিখ-২৫/০৬/১৯৮৯ খ্রিঃ, ধারা- ৩৪২/৩৬৪(ক)/৩৬৮/৩৮৬ পেনাল কোড এবং জিআর-৩৮/৮৯ (কাঃ) সংক্রান্তে আসামী মোঃ আব্দুল মতিন মন্ডল (৬০), পিতা- মৃত আব্দুল মালেক মন্ডল, সাং- ইটাইল, থানা- কালাই, জেলা- জয়পুরহাট এর বিরুদ্ধে বিজ্ঞ দায়রা ও জজ আদালত, জয়পুরহাট ০৭ (সাত) বছরের সাজা প্রদান করেন। সাজাভূক্ত গ্রেফতারী পরোয়ানার আসামী মোঃ আব্দুল মতিন মন্ডল দীর্ঘ ৩২ (বত্রিশ) বছর যাবৎ পলাতক ছিলেন। আমার নেতৃত্বে এবং দিক নির্দেশনায় কালাই থানা পুলিশের একটি চৌখশ টিম আসামী মোঃ আব্দুল মতিন মন্ডল’কে অদ্য ইং ২১/০৬/২০২১ তারিখ ১৬:০০ ঘটিকায় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন জালশুকা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়। সূত্রে বর্ণিত মামলার ঘটনার বিবরণ হতে জানা যায় যে আলহাজ্ব মোঃ ফজলুল হক, পিতা- মৃত বাদল মন্ডল, সাং- ইটাইল, থানা- কালাই, জেলা- জয়পুরহাট এর ০৭ (সাত) বছরের শিশু পুত্র মোঃ মঞ্জুরুল হক’কে অপহরণ করায় আলহাজ্ব মোঃ ফজলুল হক বাদী হয়ে আসামী ১। মোঃ আব্দুল মতিন মন্ডল (৬০), পিতা- মৃত আব্দুল মালেক মন্ডল, ২। সাকামুদ্দিন, পিতা- মৃত ভোলা সাখিদার, উভয় সাং- ইটাইল, থানা- কালাই, জেলা- জয়পুরহাট’দ্বয়ের বিরুদ্ধে কালাই থানার মামলা নং-০৪, তারিখ-২৫/০৬/১৯৮৯ খ্রিঃ, ধারা- ৩৪২/৩৬৪(ক)/৩৬৮/৩৮৬ পেনাল কোড দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি বিচারকালে এজাহারভূক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে তদন্ত ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ০৭ (সাত) বছরের সাজা প্রদান করেন। আসামী সাকামুদ্দিন বিজ্ঞ আদালতের দায়েরকৃত ০৭ (সাত) বছরের সাজা ভোগ করে মৃত্যুবরণ করেন। আসামী মোঃ আব্দুল মতিন মন্ডল’কে বিধি মোতাবেক প্রয়োজনীয় সংখ্যক পুলিশ স্কট পার্টির সহায়তায় বিজ্ঞ আদালতে প্রেরণের কার্যক্রম অব্যাহত আছে।