জয়পুরহাটে ই-ট্রাফিক বাস্তবায়নে পজ-মেশিন এর উদ্বোধন

০৮ ফেব্রুয়ারী, ২০২১

অদ্য ০৮-০২-২০২১ খ্রিঃ জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে শহরের জিরো পয়েন্ট (পাচুর মোড়) এলাকায় "জয়পুরহাটে ই-ট্রাফিক বাস্তবায়নে পজ-মেশিনে প্রসিকিউশন এন্ড ফাইন পেমেন্ট সিস্টেম" এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির(পিপিএম) মহোদয়। এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), জনাব মোঃ জামিরুল ইসলাম, টিআই, জনাব একেএম আলমগীর জাহান, অফিসার ইনচার্জ, জনাব রফিকুল ইমলাম রফিক, জেলা মোটর শ্রকিকের সাধারণ সম্পাদক, জয়পুরহাট প্রমূখ। পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির(পিপিএম) মহোদয় বক্তব্যে বলেন এই কার্যক্রমের মাধ্যমে ট্রাফিক পুলিশের হয়রানী দুর হবে। সেই সাথে মানুষ সহজেই তার জরিমানার টাকার পরিমান জানতে পারবে, আবার দ্রুত ব্যাংকে টাকা জমা দিতে পারবে। পরে পুলিশ সুপার মহোদয় যাদের যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র নেই তাদেরকে এই পজ-মেশিনের মাধ্যমে জরিমানা করেন এবং যাদের প্রয়োজনীয় কাগজপত্র ঠিক আছে তাদের জেলা পুলিশ পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।







সর্বশেষ সংবাদ