জয়পুরহাট থানা পুলিশ কর্তৃক (অটোরিক্সা) ইজিবাইক ছিনতাইকারী আন্তঃজেলার সক্রিয় সদস্য আটক
২২ জানুয়ারী, ২০২১
জনাব এ কে এম আলমগীর জাহান, অফিসার ইনচার্জ জয়পুরহাট থানা এর নেতৃত্বে জয়পুরহাট থানার এসআই (নিরস্ত্র) মোঃ তহিদুল ইসলাম, এসআই (নিরস্ত্র) খঃ সাব্বির আরাফাত জনি সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালানা করে জয়পুরহাট সদর থানাধীন জামালগঞ্জ রোডে পাকার মাথা নামক স্থান হতে আনুমানিক ২০০ গজ পূর্বে বিসিক ভবনের সামনে পাকা রাস্তার উপর হতে ইং ২১/০১/২০২১ তারিখ রাত্রী অনুমান ১০.৩০ ঘটিকার সময় অত্যাধুনিক ধারালো ০২টি ছুরি, লোহার রড এবং ছিনতাইকৃত (অটোরিক্সা)ইজিবাইকসহ আন্তঃজেলা (অটোরিক্সা)ইজিবাইক ছিনতাইকারী দলের ০৬ জন সক্রিয় সদস্য ১। মোঃ আজিজুল হাকিম @ চাচ্চু @ রানা (১৯), পিতা- মোঃ জোবাইদুল ইসলাম @ চাটারু, সাং- বড় মাঝিপাড়া, ২। মোঃ মুন্না (১৯), পিতা- মোঃ মাসুদ রানা, সাং- উত্তর পেঁচুলিয়া মন্ডলপাড়া, ৩। মোঃ মোস্তাকিম হোসেন (১৯), পিতা- মোঃ সিরাজুল ইসলাম, সাং- বড় মাঝিপাড়া, ৪। মোঃ সোহেল রানা @ জাফর (২০), পিতা- মোঃ ফারুক হোসেন, সাং- দক্ষিণ কান্দি, ৫। মোঃ আলামা ইকবাল আসিফ (১৮), পিতা- মোঃ মিলন মৃধা, সাং- উত্তর নুরপুর, ৬। মোঃ আব্দুল্লাহ (১৮), পিতা- মোঃ মনোয়ার হোসেন মনু, সাং- পাইকড় দাড়িয়া, সর্ব থানা ও জেলা-জয়পুরহাটদেরকে গ্রেফতার করেন। উল্লেখ যে, ছিনতাইকারী গ্রুপের ০২ নারীসহ ০৪ জন পলাতক আছে এবং গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ আজিজুল হাকিম @ চাচ্চু @ রানা (১৯) ইতিপূর্বে (অটোরিক্সা) ইজিবাইক চালকের হত্যা মামলার প্রধান আসামী।