জয়পুরহাট জেলা পুলিশের নভেম্বর/২০২০ মাসের মাসিক কল্যাণ এবং অপরাধ সভা

২০ ডিসেম্বর, ২০২০

অদ্য ২০-১২-২০১২ খ্রীঃ সকাল ১০.৩০ ঘটিকায় জয়পুরহাট পুলিশ লাইন্স ড্রিলসেডে ফোর্সের নভেম্বর/২০২০ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সালাম কবির(পিপিএম) পুলিশ সুপার, জয়পুরহাট মহোদয়। এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন), জনাব মোঃ আব্দুস ছালাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), জনাব মোঃ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), জনাব ইশতিয়াক আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাঁচবিবি সার্কেল) জয়পুরহাট। সভায় জয়পুরহাট সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পদবীর পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মহোদয় সবাইকে সুশৃংখলভাবে পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ প্রদান করেন এবং কর্তব্য পালনকালে উদ্ভুত যে কোন সমস্যা উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করার পরামর্শ প্রদান করেন। ফোর্সের বিভিন্ন দাবী দাওয়া ও সমস্যাগুলো শুনেন এবং ফোর্সের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে সেগুলো দ্রুত সমাধানের জন্য ইউনিট ইনচার্জগণকে নির্দেশ প্রদান করেন। পরে ১২.৩০ ঘটিকায় পুলিশ অফিস কনফারেন্স রুমে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভাল কাজের স্বীকৃতি স্বরুপ নভেম্বর/২০২০ মাসের পারফরমেন্সের ভিত্তিতে জেলার সেরা অফিসারদেরকে পুরস্কৃত করা হয়। পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির(পিপিএম) মহোদয় তাদেরকে পুরস্কার প্রদান করেন।







সর্বশেষ সংবাদ