জয়পুরহাটে ডিবি পুলিশ কর্তৃক ফেন্সিডিল এবং ট্রাকসহ আটক ০১

২৭ সেপ্টেম্বর, ২০২০

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ কর্তৃক ২৬০ (দুইশত ষাট) বোতল ফেন্সিডিল এবং ট্রাকসহ ০১(এক) জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। জয়পুরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় এবং ওসি ডিবি এর সার্বিক তত্ত্বাবধানে জয়পুরহাট জেলার ডিবি পুলিশের এসআই মোঃ তোজাম্মেল হোসেন এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি ট্রাক যোগে পন্য পরিবহনের আড়ালে বিপুল পরিমান ফেন্সিডিল নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদ ভিত্তিতে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ জয়পুরহাট থানার পুরানাপৈল ইউনিয়নের আরাফাত ফিলিং স্টেশনের সামনে জয়পুরহাট টু পাঁচবিবি সড়কের উপর ট্রাক তল্লাসী শুরু করে। এসময় পাঁচবিবি হতে জয়পুরহাট দিকে আসা একটি ট্রাক এর গতিবিধি সন্দেহজনক মনে হলে ডিবি পুলিশ ট্রাকটিকে থামানোর সংকেত দিলে মাদক ব্যবসায়ী গাড়িটিকে রাস্তার পাশে দাড় করিয়ে সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডিবি পুলিশ সদস্যরা ধাওয়া করে আটক করেন। গ্রেফতারকৃত হলো- মোঃ রাফি হোসেন(২২), পিতা-মোঃ ফারুক হোসেন, গ্রাম-জগদিশপুর, থানা বদলগাছী, জেলা-নওগাঁ।







সর্বশেষ সংবাদ