জয়পুরহাট ডিবি পুলিশ কর্তৃক বসত বাড়ি হতে এ্যাম্পুলসহ ০২ জন গ্রেফতার
২৫ অগাস্ট, ২০২০
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ কর্তৃক ২০০০(দুই হাজার) পিচ এ্যাম্পলসহ দুইজনকে গ্রেফতার করে। জয়পুরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সালাম কবির (পিপিএম) মহোদয়ের দিক নির্দেশনায় এবং ওসি ডিবি এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ জাহাঙ্গীর আলম এবং এসআই মোঃ তোজাম্মেল হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জয়পুরহাট থানার ভাদসা ইউনিয়নের অন্তর্গত গোপালপুর গ্রামে মোঃ মহোরম হোসেন এর বসত বাড়িতে দুইজন ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য এ্যাম্পুল ইনজেকশন ক্রয়-বিক্রয় করিতেছে। উক্ত সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানো চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাদেরকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২০০০(দুই হাজার) পিচ এ্যাম্পুল ইনজেকশনসহ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- মোঃ মহোরম হোসেন (টাকু) (৪৫), পিতাঃ মৃত বাহার উদ্দিন, গ্রাম- গোপালপুর (চেয়ারম্যান পাড়া),থানা-জয়পুরহাট এবং মোঃ হান্নান(হানু) (৪৫), পিতা-মৃত জিন্নাত, গ্রাম- উচনা(উত্তর পাড়া), থানা-পাচঁবিবি, উভয় জেলা-জয়পুরহাট।