Posted Date
: 17 May 2020
Posted By
: District
জয়পুরহাট পুনাক এর উদ্যোগে অসহায় মানুষদের মাঝে ঈদ শুভেচ্ছা বিতরণ"
১৭ মে, ২০২০
জয়পুরহাট জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) এর আয়োজনে "করোনা প্রাদূর্ভাবে অসহায় মানুষদের জন্য "ঈদ শুভেচ্ছা" হিসেবে চাল, ডাল, তেল, আলু ও চিনি বিতরণ করেন মিসেস নাভানা খান, পুলিশ সুপার পত্নী ও পুনাক সভানেত্রী জয়পুরহাট জেলার বিভিন্ন পেশার কর্মহীন মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এই উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন মিসেস জীবন নাহার নাসরিন(জেমি), সহধর্মীনি অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন), মিসেস তারামুন আরা জীম, সহধর্মীনি, অতিরিক্ত পুলিস সুপার(সদর), এবং মিসেস তাজমা ইসলাম তনু, সহধর্মীনি পাঁচবিবি সার্কেল জয়পুরহাট।
সর্বশেষ সংবাদ