পুলিশ সুপারের দায়িত্ব ও কর্তব্য/অধিক্ষেত্র
পুলিশ সুপারের দায়িত্ব ও কর্তব্য/অধিক্ষেত্র
অধঃস্তন পুলিশ সদস্যদের কল্যাণ, প্রশিক্ষণ, ব্রিফিং, শৃঙ্খলা ও পদায়নসহ সংশ্লিষ্ট কাজ সম্পাদন ও তদারকিকরণ।
অত্র জেলার সকল অপারেশনাল কাজ সুষ্ঠভাবে সম্পাদন ও এ সংক্রান্তে প্রয়োজনীয় সমন্বয় ও নির্দেশনা প্রদান এবং তদারকী করণ।
প্রশাসনিক বিষয়ে শৃঙ্খলা এবং সংগঠিত দক্ষতা, সাধারণ আদেশ-নির্দেশ ও নিয়ন্ত্রণ, বুদ্ধিমত্তা, সুরক্ষা ও নিরাপত্তা, পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য, পরিদর্শন এবং তত্ত্বাবধায়ন করা এবং এ সংক্রান্তে জারীকৃত আদেশ সমূহ যথাযথ পালন হচ্ছে কিনা তা তদারকি করণ।
অধিক্ষেত্রে সর্বসাধারণের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা। অধি ক্ষেত্রে বিভিন্ন ধরণের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, খেলাধুলা, স্বাস্থ্য বিষয়ে এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন সংক্রান্তে আবেদনপত্র প্রয়োজনীয় যাচাই বাছাই করত: অনুমতি সংক্রান্ত প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ।
অধিক্ষেত্রে রাষ্ট্র বিরোধী, সমাজ বিরোধী, ধর্মানুভূতিতে আঘাত হানে এমন কার্যকলাপ সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করণ এবং সকল ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ নির্মুলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং, এন্টিক্রাইম মিটিং, মাদক বিরোধী সভা, ওপেন হাউজ ডে, উঠান বৈঠক কার্যক্রম সক্রিয় করার মাধ্যমে পুলিশ এবং জনগণের মধ্যে সেতুবন্ধন, আস্থা এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধি করে পুলিশের সার্বিক সক্ষমতা বৃদ্ধি করা।
অধীনস্থ পুলিশ কর্মকর্তা এবং কর্মচারীদের পদায়ন, কনস্টেবল, এএসআই, এসআইদের প্রশিক্ষণ ও শৃঙ্খলা বিষয়ক কর্মকান্ড তদারকি করণ।
অধীনস্থ অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ইন্সপেক্টর, এসআই/সার্জেন্ট, মিনিস্ট্রিয়াল স্টাফদের এসিআর মূল্যায়ন করা এবং এএসআই ও নায়েকদের এসিআর প্রতিস্বাক্ষর করা।
অধিক্ষেত্রের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা করা তথা অপরাধ দমন, নিবারণ এবং সংগঠিত অপরাধের সুষ্ঠ,নিবিড় ও গভীর তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা।
চাকুরী প্রার্থীদের ভেরিফিকেশন সম্পন্ন করা।
অধিক্ষেত্রের প্রতিটি সদস্যের বাসস্থান, রেশন, ব্যারাকে খাবারের মান, নিজেদের নিরাপত্তা, চিকিৎসা, যথাসময়ে বেতন ভাতাদি প্রদান, খেলাধুলাসহ চিত্তবিনোদন, প্রয়োজন অনুযায়ী ছুটি মঞ্জুর, কাজের যৌক্তিক/সুষম বন্টন, শৃঙ্খলা ভঙ্গের জন্য শাস্তি এবং উত্তম কাজের জন্য পুরস্কার নিশ্চিত করা।
মামলা সমূহ প্রয়োজন অনুযায়ী দুদক, ডিবি এবং সিআইডি সহ অন্যান্য সংস্থায় হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ। রুজুকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করণ এবং তদন্ত শেষে মামলা আদালতে পরিচালনার জন্য সাক্ষ্য-প্রমাণসহ যাবতীয় তথ্য প্রমাণ উপস্থাপন এবং আলামতে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করণ।
কোন অপ্রীতিকর, অনাকাঙ্খিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করণ এবং এ ব্যাপারে এক্সিকিউটিভ/ জুডিসিয়াল ইনকোয়ারি সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
অধীনস্থ এসআই, সার্জেন্ট, এএসআই, নায়েক, মিনিস্ট্রিয়াল স্টাফদের সকল ছুটি এবং ইন্সপেক্টরদের সিএল ছুটি ও কনস্টেবলদের এলএপি ছুটি
মঞ্জুর করা।
অপরাধ প্রতিরোধ, উদ্ঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনা এবং আদালত ও সংশ্লিষ্ট সংস্থা হতে প্রাপ্ত নির্দেশনা যেমন ওয়ারেন্ট, সমন, প্রসিকিউশন নির্দিষ্ট বিষয়সমূহ নিয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা।
ট্রাফিক প্রসিকিউশন তদারকী ও নিস্পত্তি করণ এবং ট্রাফিক পরিবেশ সুশৃঙ্খল করণে কার্যকরী ব্যবস্থা গ্রহণ।
সুষ্ঠু বিচারকার্য পরিচালনার স্বার্থে প্রসিকিউশন বিভাগের মাধ্যমে সংশ্লিষ্ট আদালতের সাথে সমন্বয়/সম্পর্ক রক্ষা করা।