পুলিশ সুপার নাটোর মহোদয়ের নির্দেশে মাদক উদ্ধার মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করিয়া গুরুদাসপুর থানা পুলিশের টিম গত ১৭/১১/২০১৯ খ্রিঃ হইতে ১৮/১১/২০১৯ খ্রিঃ পর্যন্ত রাতের অভিযানে মাদক সম্রাট ১। সিরাজ উদ্দিন (৬০) পিতা মৃত ভোলাই ২। রাব্বি মোল্লা (১৯) পিতা মোঃ রফিজ মোল্লা ৩। মোঃ আল-আমিন (২০) পিতাঃ মোঃ আলম সর্ব সাং জুমাইনগর ৫। মোঃ আয়নাল মন্ডল পিতা মোঃ জলিল মন্ডল সাং মাহমুদপুর সর্ব থানা গুরুদাসপুর জেলা নাটোরগণকে সর্বমোট ১০০ (একশত) গ্রাম শুকনা গাঁজা সহ এবং ৫। মোঃ শহিদ শেখ (৪০) পিতা-মৃত আঃ গণি শেখ, মাতা-মোছাঃ সাজেদা খাতুন, ৬। মোঃ মঈনুদ্দিন শেখ (৪০) পিতা-মৃত ভাসান উদ্দিন শেখ, মাতা-মৃত গেদি, উভয় সাং-চিলমারী চর, থানা-দৌলতপুর জেলা-কুষ্টিয়াদ্বয়ের নিকট থেকে সর্বমোট ৪৫ ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয় । তাদের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় নিয়মিত মামলা রুজু সাপেক্ষে আসামীদেরকে বিজ্ঞ আদালতে চালান প্রদান করা হয় ।