মাননীয় পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের দিক নির্দেশনায়, তানোর থানা পুলিশ কর্তৃক, তানোর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া সিআর পরোয়নাভুক্ত (সিআর নং-২০৪/২৩, তানোর) আসামী ১। শ্রী ভরত চন্দ্র দাস, পিতা- মৃতঃ নরেন্দ্র দাস, স্থায়ী: গ্রাম- তানোর , উপজেলা/থানা- তানোর, জেলা -রাজশাহী, বাংলাদেশ, সিআর সাজা পরোয়নাভুক্ত (সিআর নং-২২৪/২৪ পারিঃ জারিঃ) আসামী ২। মোঃ আনারুল ইসলাম, পিতা-মোঃ নজরুল ইসলাম, স্থায়ী: গ্রাম- বৈদ্যপুর, পোঃ বহরইল, উপজেলা/ থানা- তানোর, জেলা -রাজশাহী, বাংলাদেশ, জিআর পরোয়নাভুক্ত (জি আর নং-১৫৩/২০) আসামী ৩। মোসাঃ মাহিজান বেগম, স্বামী- মোঃ আক্কাস আলী, স্থায়ী : গ্রাম- গাগরন্দ (সো-পাড়া) , উপজেলা/ থানা- তানোর, জেলা -রাজশাহী, ০১৭৫০-২০৩৭৬৬ এবং সিআর সাজা পরোয়নাভুক্ত (সিআর নং-১৮৩/২৪ পারিঃ জারিঃ) আসামী ৪। মোঃ গিয়াস উদ্দিন, পিতা-মৃতঃ রহমান কারিগর, স্থায়ী: গ্রাম- হাতিশাইল, পোঃ হাতিশাইল, উপজেলা/থানা- তানোর, জেলা -রাজশাহী, বাংলাদেশগন সহ সর্বমোট= ০৪(চার)জন আসামীকে গ্রেফতার পূর্বক ইং ১৬/০১/২০২৫ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইল।