নাটোর জেলার লালপুর থানার পুলিশ কর্তৃক ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্বরত পুলিশ পরিদর্শক তদন্ত জনাব মোঃ মোনোয়ারুজ্জামান এর নির্দেশক্রমে এসআই মোঃ ফজলুল হক সঙ্গীয় অফিসার ফোর্সসহ লালপুর থানাধীন টিটিয়া গ্রামস্থ শশ্মান মোড় জনৈক শামীমের চা দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ২০ (বিশ) পিচ ইয়াবা সহ আসামী ১. (85R1R) মোঃ আবুল কালাম আজাদ (৩৪), পিতা- মোঃ আলাউদ্দিন স্থায়ী : গ্রাম- মাঝগ্রাম (মধ্যপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে হাতে নাতে গ্রেফতার করেন। থানায় এসে এসআই মোহাম্মদ ফজলুল হক বাদী হয়ে একটি মামলা রুজু করেন। যাহা লালপুর থানার মামলা নং-২৮, তারিখ-১৭/১১/২০১৯ইং, ধারা-  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক)।







সর্বশেষ সংবাদ
DIG Homepage