ভুয়া সাংবাদিক চাঁদার টাকাসহ গ্রেপ্তার।

ইং ১৪/১১/২০১৯ আক্কেলপুর থানা অফিসার ইনচার্জ আবু ওবায়েদ এর নির্দেশে ভুয়া সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম@সুজন পিতা-মৃত খাইরুল আলম গ্রাম-আক্কেলপুর নিচাবাজার থানা- আক্কেলপুর জেলা -জয়পুরহাট কে জনৈক মোটরসাইকেল পার্টস এর ব্যবসায়ী সৈয়দ আরিফুল হুদা@মাসুম এর নিকট থেকে বিভিন্ন সময়ে চাঁদা দাবি করলে মাসুম ভুয়া সাংবাদিককে 5000 টাকা প্রদান করে আক্কেলপুর থানা পুলিশের সহায়তায় চাঁদার টাকা সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আক্কেলপুরের ব্যবসায়ী ও জনগণ কে বিভিন্ন সময় বিভিন্ন মাদক মামলা দিয়ে ফাসাবে বলিয়া হুমকি ভয়-ভীতি প্রদর্শন করে চাঁদা দাবি করত চাঁদা না দিলে অকথ্য ভাষায় গালিগালাজ করতো বলে অভিযোগ পাওয়া যায়।ভুয়া সাংবাদিক সুজনকে গ্রেপ্তারের পর আক্কেলপুর থানা হেফাজতে আনা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage